আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিন কাটিয়ে অবশেষে পৃথিবীর বুকে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। তাঁর ফেরার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েছে পরিবার, গর্বে ভাসছে গোটা দেশ। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর উপকূলে স্প্ল্যাশডাউনের মাধ্যমে শেষ হয় এই ঐতিহাসিক সফর। ‘অ্যাক্সিয়ম ৪’ অভিযানের অংশ হিসেবে শুভাংশুর সঙ্গে ছিলেন আরও তিনজন মহাকাশচারী (Shubhanshu Shukla)।
শুভাংশুর (Shubhanshu Shukla) মহাকাশযাত্রা ছিল বিজ্ঞানভিত্তিক গবেষণায় ভরপুর। ১৪ দিনের গবেষণামূলক কাজ সম্পন্ন করার পর, তাঁদের পৃথিবীতে ফেরার দিন ধার্য ছিল ১০ জুলাই। কিন্তু প্রযুক্তিগত কারণে সে সফর পিছিয়ে যায়। অবশেষে ১৪ জুলাই বিকেল সাড়ে ৪টায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে রওনা হন তাঁরা। স্পেসএক্স-এর ‘ড্রাগন গ্রেস’ নামক স্পেসক্রাফটে চাপেন চার মহাকাশচারী। প্রায় ২২ ঘণ্টার যাত্রার পর সফলভাবে পৃথিবীতে অবতরণ করেন তাঁরা (Shubhanshu Shukla)।
স্পেস মিশন শেষে শুভাংশু শুক্লা নিজের বিদায় বার্তায় বলেন, “মহাকাশ থেকে ভারতকেই সবথেকে সেরা লাগে।” রাকেশ শর্মার ঐতিহাসিক উক্তির স্মরণে তিনি এই মন্তব্য করেন এবং ভারতের উন্নয়নের প্রশংসা করে গোটা জাতিকে গর্বিত করেন।
দেশের প্রথম বেসরকারি উদ্যোগে মহাকাশে পা রাখা এই অভিযানে শুভাংশুর অবদান নিঃসন্দেহে এক নতুন অধ্যায়ের সূচনা করল ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে।