কলকাতার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিন ২১ জুলাই শহিদ দিবস। কিন্তু এবার সেই সভা ঘিরে চরম উত্তেজনা! অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের (AILU) তরফ থেকে কলকাতা হাইকোর্টে (Calcutta High court) দায়ের করা হল মামলা। অভিযোগ, প্রতি বছর এই দিনটিতে শহরের সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েন। সেই কারণে সভা যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং মানুষের দৈনন্দিন জীবনে যেন ব্যাঘাত না ঘটে, সেই আবেদন জানানো হয়েছে আদালতের কাছে (Calcutta High court)।
হাইকোর্ট (Calcutta High court) মামলাটি গ্রহণ করেছে এবং শুনানির অনুমতিও দিয়েছে। মামলায় আবেদনকারীদের বক্তব্য, “রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার সকলেরই আছে, তবে তা অন্যের অসুবিধার কারণ হয়ে উঠতে পারে না। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিলের যথাযথ ট্রাফিক ব্যবস্থা ও নিয়ন্ত্রণ করুক পুলিশ – এটাই আমাদের দাবি।”
প্রসঙ্গত, ১৯৯৩ সালের ২১ জুলাই এক ঐতিহাসিক মোড় নেয় বাংলার রাজনীতিতে। তখন রাজ্যে সিপিএম সরকার, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। ছাপ্পা ও রিগিংয়ের বিরুদ্ধে পথে নামেন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারান ১৩ জন যুবক। সেই ট্র্যাজেডির স্মৃতিতেই প্রতিবছর তৃণমূল কংগ্রেস ২১ জুলাই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করে, রাজ্যের প্রতিটি জেলা থেকে হাজার হাজার কর্মী জমায়েত হন ধর্মতলায়।
কিন্তু এবার আদালতের (Calcutta High court) অনুমতি পাওয়া মামলায় উঠে এসেছে নাগরিক অসুবিধার প্রসঙ্গ। ফলে প্রশ্ন উঠছে—চলতি বছর কি নিয়ন্ত্রিত হবে শহিদ দিবসের সভা? মিছিলে কি থাকবে কড়াকড়ি? সাধারণ মানুষের স্বস্তির জন্য কী সিদ্ধান্ত নেবে আদালত ও প্রশাসন?
এই মামলার রায়ই এবার নির্ধারণ করবে, শহরের প্রাণকেন্দ্রে একদিনের জন্য থমকে যাবে জনজীবন, না কি মিলবে স্বস্তির নিঃশ্বাস। পরিস্থিতির উপর নজর রাখছে গোটা রাজ্য।