অসমের ডিব্রুগড় থেকে এক নারকীয় সাইবার অপরাধের পর্দা ফাঁস করল পুলিশ (Revenge)। প্রাক্তন প্রেমিকার ছবি এডিট করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে অশ্লীল ভিডিও তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হল প্রধান অভিযুক্ত প্রতিম বরা। অভিযুক্ত একাধিক প্ল্যাটফর্মে ভুয়ো পরিচয়ে এসব ছবি ও ভিডিও পোস্ট করেছিল, দাবি পুলিশ সূত্রের (Revenge)।
ভিকটিম, মিস ফুকন, ডিব্রুগড় সাইবার সেলে অভিযোগ জানান যে, তাঁর প্রাক্তন প্রেমিক প্রতিম (Revenge) তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রতিশোধপরায়ণ হয়ে এই বিকৃত প্রতারণার পথে হাঁটে। অভিযোগ, বরা অত্যাধুনিক AI টুল যেমন Midjourney AI, Desire AI ও OpenArt AI ব্যবহার করে ভুক্তভোগীর মুখ বসিয়ে পর্নগ্রাফিক কনটেন্ট তৈরি করে এবং এই মিথ্যা তথ্য ছড়িয়ে দেয় যে তিনি আমেরিকায় বসবাসকারী এক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের অভিনেত্রী (Revenge)।
এই ভিডিও ও ছবি ছড়িয়ে পড়তেই অসম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার ভয়াবহতা বুঝে পুলিশ তৎপরতা দেখায় এবং তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে বরা স্বীকার করে নেয় যে সে একাধিক ফেক Gmail ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে এই কনটেন্ট আপলোড করেছে।
ডিব্রুগড় থানায় দায়ের হওয়া Dib PS Case No. 234/25 অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) -র একাধিক ধারা (336(4), 356(2), 74, 75, 294, 351(2)) প্রয়োগ করা হয়েছে। এই ধারাগুলির আওতায় সাইবার হয়রানি, মানহানি, অশ্লীলতা এবং ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপের মতো গুরুতর অপরাধ রয়েছে।
ডিব্রুগড়ের SP ইন-চার্জ সিজল আগরওয়াল জানিয়েছেন, “অভিযুক্ত অত্যাধুনিক AI ব্যবহার করে ভুয়ো ছবি ও ভিডিও তৈরি করেছে, তা প্রমাণ পাওয়া গেছে। আমরা বিভিন্ন প্রযুক্তিগত সংস্থা থেকে তথ্য চেয়ে পাঠিয়েছি। আরও ডিজিটাল প্রমাণ সংগ্রহে পুলিশ আজ আদালতের কাছে সাত দিনের রিমান্ড চাইবে।”
সিজল আগরওয়াল আরও স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, “এই মিথ্যা ও কুরুচিকর কনটেন্ট কেউ ইচ্ছাকৃতভাবে ফরওয়ার্ড করলে, শেয়ার করলে বা অপমানজনক মন্তব্য করলে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সকলকে অনুরোধ করব, ভুক্তভোগীর মানসিক যন্ত্রণা বুঝে তাঁকে সহানুভূতির দৃষ্টিতে দেখুন।”
এই ঘটনার পর গোটা অসমজুড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে AI প্রযুক্তি এবং তার অপব্যবহার নিয়ে। ভুক্তভোগী মিস ফুকন ইতিমধ্যেই সামাজিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন বলে জানা গেছে।