Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ট্রেন ঢুকতেই ঝাঁপ! সেন্ট্রাল মেট্রোতে আবার আত্মহত্যা চেষ্টা, আতঙ্কে থমকে গেল শহর
রাজ্য

ট্রেন ঢুকতেই ঝাঁপ! সেন্ট্রাল মেট্রোতে আবার আত্মহত্যা চেষ্টা, আতঙ্কে থমকে গেল শহর

kokata metro
Email :5

কলকাতা মেট্রোয় (Metro) আবারও আত্মহত্যার চেষ্টা! যার জেরে ভেঙে পড়ল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা। শনিবার দুপুরে সেন্ট্রাল মেট্রো (Metro) স্টেশনে ঘটে গেল হৃদয়বিদারক এক ঘটনা, যা স্তব্ধ করে দিল শিয়ালদহ থেকে দক্ষিণেশ্বরের আপ লাইনের চলাচল। দুপুর ১২টা থেকে প্রায় ১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রো পরিষেবা (Metro)। অবশেষে ১২টা ৫৫ মিনিট নাগাদ পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

মেট্রো (Metro) রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১১টা ৫৫ মিনিট নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনে দক্ষিণেশ্বরমুখী লাইনে ট্রেন ঢোকার সময় হঠাৎ করেই এক ব্যক্তি প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে পড়েন লাইনের উপর। আচমকাই থমকে যায় গোটা মেট্রো পরিষেবা। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশ, দমকল ও মেট্রো কর্মীরা দ্রুত উদ্ধার কাজে নামে (Metro)।

ঘটনার জেরে গিরীশ পার্ক থেকে সেন্ট্রাল পর্যন্ত এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়। বাকি অংশে আংশিক মেট্রো চলাচল চালু ছিল। এক ঘণ্টা ধরে শহরের প্রাণ বলেই পরিচিত মেট্রো লাইনে পরিষেবা বিঘ্নিত থাকায় বহু যাত্রী পড়েন চরম সমস্যায়। বহু মেট্রো স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে, গন্তব্যে পৌঁছাতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।

ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও মেট্রোর আধিকারিকরা। যিনি ট্র্যাকে ঝাঁপ দিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থার এখনও সঠিক খবর মেলেনি। তিনি বেঁচে আছেন না মারা গিয়েছেন—সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা হয়নি।

শহরের একাধিক নাগরিক প্রশ্ন তুলছেন, এমন বারবার আত্মহত্যার ঘটনা রুখতে কি কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না? প্ল্যাটফর্মে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার দাবি তুলেছেন অনেকেই।

 

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts