গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা কুমোরটুলি ঘাট—যার প্রতিটি সিঁড়ি বহন করে চলেছে ইতিহাসের স্পর্শ। বছরের পর বছর ধরে শিল্প, সংস্কৃতি ও স্মৃতির সাক্ষী থেকেছে এই ঘাট। কিন্তু এতসব কিছুর পরও, এই ঘাটের অবস্থা এতটাই জরাজীর্ণ যে সাধারণ মানুষের যাতায়াত হয়ে পড়েছে প্রায় অসম্ভব। বর্ষার সময় তো সেই দুরবস্থা আরও ভয়াবহ। স্থানীয়রা প্রাণ হাতে করে চলাফেরা করেন এখানে। তবে এবার সেই দুর্দশার দিন ফুরাতে চলেছে (Adani Group)।
আদানি গোষ্ঠীর (Adani Group) হাত ধরে এবার নতুন রূপ পেতে চলেছে কুমোরটুলি ঘাট। শুক্রবার এক ঐতিহাসিক পদক্ষেপে, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোন এবং কলকাতার শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) যৌথভাবে একটি সমঝোতা পত্রে (MoU) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে শুরু হচ্ছে কুমোরটুলি ঘাটের পূর্ণাঙ্গ পুনর্গঠনের কাজ।
এসএমপিকে-র চেয়ারম্যান রথেন্দ্র রমন এই উদ্যোগকে শুধুমাত্র একটি নির্মাণ প্রকল্প বলে মানতে নারাজ (Adani Group)। তাঁর কথায়, “এটা শুধুই ঘাট সংস্কারের কাজ নয়, এটা বাংলার ঐতিহ্যকে আবার জাগিয়ে তোলার এক সুযোগ।” অন্যদিকে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোনের বিজনেস ডেভেলপমেন্ট প্রেসিডেন্ট সুব্রত ত্রিপাঠী বলেন, “এই প্রকল্পের অংশ হতে পেরে আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি, কুমোরটুলি ঘাট নতুন করে হয়ে উঠবে শহরের গর্ব।”
এই সংস্কার (Adani Group) শুধুই সৌন্দর্যায়নের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত, পর্যটনের প্রসার, এবং ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যেই তৈরি হচ্ছে নতুন পরিকল্পনা।
কলকাতাবাসীর বহুদিনের আশা এবার সত্যি হতে চলেছে। গঙ্গার তীরবর্তী এই ঐতিহাসিক ঘাট এবার ফিরে পেতে চলেছে তার প্রাচীন গৌরব, নতুন মোড়কে।