Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • কসবার পর এবার জোকা! ক্যাম্পাসেই তরুণীকে মারধর করে ধর্ষণ—আদৌ সুরক্ষিত কি শহরের কলেজ?
রাজ্য

কসবার পর এবার জোকা! ক্যাম্পাসেই তরুণীকে মারধর করে ধর্ষণ—আদৌ সুরক্ষিত কি শহরের কলেজ?

rape
Email :15

কসবার ঘটনার রেশ এখনো কাটেনি। এর মধ্যেই ফের কলকাতার এক নামী শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে গেল আরেক লোমহর্ষক যৌন নিগ্রহের ঘটনা (Joka)। এবার ঘটনাস্থল শহরের জোকা। অভিযোগ, সেখানে অবস্থিত এক নামী ম্যানেজমেন্ট কলেজের হোস্টেলে মধ্যরাতে এক তরুণীকে ধর্ষণ করে দ্বিতীয় বর্ষের এক ছাত্র। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Joka)।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। তরুণী জানান, অভিযুক্ত ছাত্র তাকে ‘ক্যাম্পাসিং’-এর নাম করে কলেজের ভিতরে নিয়ে যায় (Joka)। এরপর কোনও এক কাজের কথা বলে সে তরুণীকে সরাসরি বয়েজ হোস্টেলে নিয়ে যায়। সেখানে তাকে জল ও পিৎজা খেতে দেওয়া হয়। খাওয়ার পরই তিনি অজ্ঞান বোধ করতে শুরু করেন। সেই অবস্থায় অভিযুক্ত ছাত্র তার উপর শারীরিক নির্যাতন শুরু করে। অভিযোগ, তরুণী বাধা দিলে তাকে মারধর করা হয় এবং তারপর ধর্ষণ করা হয় (Joka)।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, তরুণী ওই কলেজের ছাত্রী নন। কলেজের প্রবেশদ্বারে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে তিনি রেজিস্টারে সই না করেই ক্যাম্পাসে প্রবেশ করলেন, তা নিয়েই উঠেছে বড় প্রশ্ন। ঘটনাটি সামনে আসতেই হতচকিত কলেজ কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে।

এই ঘটনার ঠিক কয়েকদিন আগেই কসবার আইন কলেজে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তোলপাড় হয় রাজ্য। সেখানেও মূল অভিযুক্ত ছিল কলেজেরই প্রাক্তন ছাত্র। একের পর এক এই ধরণের ঘটনা ফের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা ও পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts