Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ কি ইরানকে ধ্বংস করেছে? নেপথ্যের সত্যি জানলে চমকে যাবেন!
বিদেশ

ট্রাম্পের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ কি ইরানকে ধ্বংস করেছে? নেপথ্যের সত্যি জানলে চমকে যাবেন!

Email :7

মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে উত্তেজনার আঁচ! ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্রুজ মিসাইল হামলায় বিধ্বস্ত ইরানের (Iran Israel War) একটি পারমাণবিক স্থাপনার নিচে গোপনে মজুদ করা সমৃদ্ধ ইউরেনিয়াম ফের উদ্ধারের চেষ্টা করতে পারে তেহরান। আর এমন চেষ্টার খবর পেলেই আবারও সামরিক অভিযান চালাতে দ্বিধা করবে না ইসরায়েল (Iran Israel War)।

ইসরায়েলি গোয়েন্দাদের বরাতে BBC জানিয়েছে, ইরানের (Iran Israel War) ইসফাহান পারমাণবিক স্থাপনায় একটি বিশাল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মাটির গভীরে গোপনে সংরক্ষিত ছিল। এই ইসফাহানসহ ফরদো ও নাতাঞ্জ ছিল ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এ মার্কিন ক্রুজ মিসাইলের মূল লক্ষ্য, যা চালানো হয়েছিল ২২ জুন। ইসরায়েলি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সেই ইউরেনিয়াম উত্তোলন করতে ইরান চাইলে তা হবে ‘চরম ঝুঁকিপূর্ণ’ এবং তা নজর এড়াবে না—আর সেক্ষেত্রে এর ‘গুরুতর পরিণতি’ হবে।

ইসরায়েল দাবি করেছে, এই অভিযানে ইরানের (Iran Israel War) পারমাণবিক কর্মসূচি অন্তত দুই বছর পিছিয়ে গেছে।

এদিকে, এই সফল হামলার কৃতিত্ব নিজেই নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, “অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পারমাণবিক অবকাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করেছে। ট্রাম্পের সিদ্ধান্তমূলক নেতৃত্বের জন্যই আজ বিশ্ব অনেক বেশি নিরাপদ।”

তবে সব কিছু নিয়ে এতটা আত্মবিশ্বাসী নয় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। ফাঁস হওয়া ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (DIA) এক গোপন রিপোর্ট অনুযায়ী, ইরানের ফরদো, নাতাঞ্জ ও ইসফাহানের স্থাপনাগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়নি।

সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ জানিয়েছেন, ইরানের একমাত্র ধাতব ইউরেনিয়াম উৎপাদনকারী স্থাপনায় হামলা করা হয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এতে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বড়সড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ইরান সত্যিই ইউরেনিয়াম উত্তোলনের চেষ্টা চালাবে কি না, সেটাই এখন গোটা বিশ্বের নজরে। যদি করে, তাহলে সেটা কি মধ্যপ্রাচ্যে এক নতুন যুদ্ধের আগুন জ্বালিয়ে দেবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts