Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ১১ জুলাই Netflix-এ আসছে এমন এক প্রেমকাহিনি, যা বদলে দেবে প্রেমকে দেখার আপনার পুরোনো ধারণা!
বিনোদন

১১ জুলাই Netflix-এ আসছে এমন এক প্রেমকাহিনি, যা বদলে দেবে প্রেমকে দেখার আপনার পুরোনো ধারণা!

madhavan
Email :2

বলিউডের পরিচিত মুখ আর মাধবন এবার সরাসরি বলে দিলেন সেই কথাটা, যা অনেকেই মুখে আনতে ভয় পান (Bollywood)। তার মতে, প্রেমের গল্প এখন অনেকটাই বাস্তব ও বয়স-সমঞ্জস হয়ে উঠছে, এবং দর্শকের রুচি বদলের সঙ্গে সঙ্গে বলিউডেও এসেছে সেই পরিবর্তনের ছাপ। আর ঠিক সেই জায়গা থেকেই আসছে তাঁর নতুন নেটফ্লিক্স ফিল্ম ‘আপ জ্যায়সা কোই’, যা মুক্তি পাচ্ছে ১১ জুলাই (Bollywood)।

এক সাক্ষাৎকারে মাধবন বলেন, “এখনকার প্রেমের গল্পগুলো অনেক বেশি বাস্তব (Bollywood)। ‘ওহ জমানা গয়া’— সেই যুগ শেষ যে বয়স্ক নায়কেরা তরুণ নায়িকাদের সঙ্গে প্রেম করতেন এবং সবাই তা মেনে নিত। এখন দর্শক সেইসব অযৌক্তিক রসায়ন আর মেনে নিচ্ছে না।”

তিনি আরও বলেন, “এটা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে বললেই চলে (Bollywood)। কেউ যদি এখনও করে, তাহলে তাকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে বয়সের উপযোগী প্রেম দেখাতে হয়।”

কিন্তু এই পরিবর্তন কি সর্বত্র স্বাগত? মাধবনের (Bollywood) সোজা উত্তর— “যা কাজ করে, সেটাই চলবে। যদি দর্শক রেগে যান, তাহলে বুঝতে হবে সেটা আর কাজ করছে না। আমাদের কাজ, গল্পটা এমনভাবে বলা যাতে তারা শুনতে চায়। নইলে শুধু নিজের মনমতো গান গাইলে, শেষে একাই সিনেমা দেখতে হবে।”

‘আপ জ্যায়সা কোই’-এর প্রসঙ্গে বলতে গিয়ে মাধবন জানান, এই সিনেমা কেবলমাত্র বয়সের ব্যবধান নিয়ে প্রেমের গল্প নয়, এর গভীরে লুকিয়ে রয়েছে আজকের সমাজের বাস্তব সংকট— একাকিত্ব, সম্পর্কের খোঁজ এবং শহরের ভিড়েও মনের ফাঁকা জায়গা।

তিনি বলেন, “আজকের দিনে শহুরে মানুষেরা একসঙ্গে থেকেও কতটা একা, সেটা আমরা বোঝাতে চেয়েছি। চিত্রনাট্যে যে ধাক্কাটা আছে, সেটা রিলেশনশিপের আরও গভীরে ঢুকে পড়েছে। ছোট শহর আর গ্রামগুলোয় যেটা আমরা হারিয়ে ফেলেছি, সেটা খুঁজে বের করার একটা প্রচেষ্টা রয়েছে এই ছবিতে।”

ছবিতে মাধবনের সঙ্গে অভিনয় করেছেন ফতিমা সানা শেখ। পরিচালনায় রয়েছেন বিবেক সোনি। ‘আপ জ্যায়সা কোই’ একটি সম্পর্ক, বাস্তবতা ও সমাজের মনস্তত্ত্বকে কেন্দ্র করে তৈরি ছবি, যা আগামিদিনে নতুন এক আলোচনার জন্ম দেবে বলেই মনে করছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts