Shopping cart

TnewsTnews
  • Home
  • All
  • ‘রং দে বসন্তী’-র টিম ফিরছে নতুন গল্পে! সাই পল্লবী ও জুনাইদের ‘এক দিন’ কাদের জীবনে ঘটাবে আমূল পরিবর্তন?
All

‘রং দে বসন্তী’-র টিম ফিরছে নতুন গল্পে! সাই পল্লবী ও জুনাইদের ‘এক দিন’ কাদের জীবনে ঘটাবে আমূল পরিবর্তন?

juneid khan
Email :21

আসছে নতুন এক রোমাঞ্চকর জুটি—জুনাইদ খান এবং সাই পল্লবী (Bollywood)। তাঁদের আসন্ন বলিউড ছবি ‘এক দিন’ মুক্তি পেতে চলেছে আগামী ৭ নভেম্বর, ২০২৫-এ। ফেব্রুয়ারি মাসে ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল, আর তখন থেকেই বলিউডপ্রেমীদের (Bollywood)মধ্যে কৌতূহলের পারদ চড়েছে।

ছবির গল্প এখনও গোপনেই রাখা হয়েছে, তবে সূত্রের খবর অনুযায়ী, ‘এক দিন’ এমন দুই অচেনা মানুষের গল্প বলবে, যাঁদের পথ হঠাৎ করেই এক হয়ে যায় এবং সেই একদিনই বদলে দেয় তাঁদের জীবন (Bollywood)।

এই ছবির মাধ্যমে বলিউডে (Bollywood) পা রাখতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তাঁর সঙ্গে পর্দা ভাগ করবেন জুনাইদ খান, যিনি ইতিমধ্যেই ‘মহারাজ’ এবং ‘লভেয়াপা’-র মতো প্রোজেক্টে কাজ করে নজর কেড়েছেন।

ছবির পরিচালনায় রয়েছেন সুনীল পাণ্ডে (Bollywood), যিনি এর আগে ‘রং দে বসন্তী’ এবং ‘লাল সিং চাড্ডা’-র মতো বলিউড ক্লাসিকে কাজ করেছেন। এই প্রজেক্টে প্রযোজনায় রয়েছেন আমির খান ও মনসুর খান—যাঁদের যুগলবন্দি মানেই একটি মানসম্পন্ন গল্পের প্রতিশ্রুতি।

সাই পল্লবী শেষবার দেখা গিয়েছিল তেলেগু ছবি ‘থ্যান্ডেল’-এ, এবং তিনি এখন ‘রামায়ণ’ ছবির প্রস্তুতিতে ব্যস্ত, যা মুক্তি পাবে ২০২৬ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts