বক্স অফিসে ইতিমধ্যেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছে অনুরাগ বসুর নতুন ছবি ‘মেট্রো… ইন দিনো’ (Metro In Dino), আর সেই উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিলেন অভিনেতা আলি ফজল। হঠাৎ করেই এক সিনেমা হলে উপস্থিত হয়ে দর্শকদের চমকে দিলেন তিনি। তাঁর এই ‘সারপ্রাইজ এন্ট্রি’-র মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল (Metro In Dino)।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আলি ফজল একগাল হাসি নিয়ে সিনেমা হলের ভিতরে ঢুকতেই দর্শকদের মধ্যে উল্লাসের ঝড় ওঠে (Metro In Dino)। কেউ মোবাইল তুলে ছবি তুলছেন, কেউ হাত নাড়ছেন, কেউ বা চিৎকার করে তাঁকে স্বাগত জানাচ্ছেন। অভিনেতা দর্শকদের উদ্দেশ্যে বলেন, “ছবিটা (Metro In Dino) কেমন লাগছে?” জবাবে গোটা প্রেক্ষাগৃহ একযোগে চিৎকার করে বলে, “দারুণ!”
৪ জুলাই মুক্তি পাওয়া ‘মেট্রো… ইন দিনো’ (Metro In Dino) হল অনুরাগ বসুর ২০০৭ সালের ‘লাইফ… ইন এ মেট্রো’-র একটি ‘স্পিরিচুয়াল সিক্যুয়েল’। ছবির প্লট আধুনিক শহরজীবনে সম্পর্কের জটিলতা ও আবেগকে ঘিরে। এই নতুন কাহিনিতে রয়েছেন একঝাঁক জনপ্রিয় তারকা— আদিত্য রায় কাপুর, সারা আলি খান, ফতিমা সানা শেখ, নীনা গুপ্তা, কঙ্কনা সেনশর্মা, পঙ্কজ ত্রিপাঠি, অনুপম খের এবং আলি ফজল।
এই ছবিতে একমাত্র কঙ্কনা সেনশর্মাই রয়েছেন আগের ছবির কাস্ট থেকে। তবে চরিত্র সম্পূর্ণ নতুন। শহরের ব্যস্ততায় মানুষ কীভাবে একাকীত্বে ভোগে, ভালোবাসা এবং সম্পর্কের টানাপোড়েনে পড়ে—সেই গল্পই নতুন ভাবে বলছেন অনুরাগ বসু।
সবচেয়ে চর্চিত চরিত্রগুলির একটি হয়ে উঠেছেন পঙ্কজ ত্রিপাঠি। শোনা যাচ্ছে, তাঁর চরিত্রটি অনেকটাই ২০০৭ সালের ছবির ইরফান খানের মন্টির মতো— এক অদ্ভুত অথচ আবেগপ্রবণ মানুষ, যার জীবন জুড়ে রয়েছে প্রেম, সংযোগ এবং আত্ম অনুসন্ধান।
ছবিটি ইতিমধ্যেই থিয়েটারে হাউসফুল চলছে, দর্শকদের প্রশংসায় ভাসছে, এবং আলি ফজলের এই আকস্মিক আগমনে সেই উত্তেজনা দ্বিগুণ হয়ে গেল।