নামিবিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। বুধবার ‘Order of the Most Ancient Welwitschia Mirabilis’ সম্মানে ভূষিত করা হয় তাঁকে। এই সম্মাননা প্রদান করে নামিবিয়া প্রধানমন্ত্রী মোদীর (PM Modi) নেতৃত্বে ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার শক্তিশালী বন্ধনকেই তুলে ধরেছে বলে মনে করছেন কূটনৈতিক মহল।
এই সম্মান প্রাপ্তির পাশাপাশি, নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্বো নান্দি-এনডেইতওয়াহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী (PM Modi)। নামিবিয়ার স্টেট হাউসে অনুষ্ঠিত হয় এই উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল-স্তরের আলোচনা। বৈঠকে দুই দেশের মধ্যে নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, “ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি আমাদের আলোচনায় মুখ্য ছিল।”
তিনি (PM Modi) আরও জানান, “বাণিজ্য, জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতে সংযোগ বৃদ্ধির পথ নিয়েও আমরা আলোচনা করেছি। পাশাপাশি নামিবিয়ার পক্ষ থেকে ‘প্রজেক্ট চিতা’-তে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছি।”
প্রসঙ্গত, ভারত ‘Project Cheetah’-এর মাধ্যমে আফ্রিকা থেকে চিতা পুনর্বাসনের প্রয়াস শুরু করে, যেখানে নামিবিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
বৈঠকের পরে দুই দেশের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে—স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা, নামিবিয়ায় একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন, CDRI ফ্রেমওয়ার্ক এবং গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স সংক্রান্ত চুক্তি।
এই সফর প্রধানমন্ত্রী মোদীর প্রথম নামিবিয়া সফর, এবং ভারতের কোনও প্রধানমন্ত্রীর এটি মাত্র তৃতীয় সফর।
দুই দেশের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।