এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মাকে (Justice Varma) অপসারণের জন্য লোকসভায় আসছে অভিশংসন প্রস্তাব। সরকার এই প্রস্তাব আনতে প্রস্তুত বলে নিশ্চিত করেছেন শীর্ষ সূত্র। জানা গিয়েছে, বিচারপতির (Justice Varma) দিল্লির সরকারি বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হওয়ার পর থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে।
সরকার ইতিমধ্যে অভিশংসন প্রস্তাবের জন্য সাংসদদের সই সংগ্রহের কাজ শুরু করেছে। বিজেপি এবং এনডিএ-র সাংসদরা ইতিমধ্যে স্বাক্ষর করেছেন বলেও খবর। পাশাপাশি, বিরোধী দলগুলোর কাছ থেকেও সমর্থন জোগাড়ের চেষ্টা চলছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু কিছুদিন আগেই বিরোধীদের সঙ্গে প্রাথমিক আলোচনা করে জানান, তারা নীতিগতভাবে এই পদক্ষেপে রাজি (Justice Varma)।
প্রসঙ্গত, কোনও বিচারপতির (Justice Varma) অভিশংসনের জন্য লোকসভায় কমপক্ষে ১০০ জন এবং রাজ্যসভায় ৫০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। প্রস্তাব পাস করতে উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।
এবারের সংসদের বর্ষা অধিবেশন শুরু হচ্ছে ২১ জুলাই এবং চলবে ১২ আগস্ট পর্যন্ত। ঠিক এই সময়ের মধ্যেই লোকসভায় এই চাঞ্চল্যকর অভিশংসন প্রস্তাব পেশ হওয়ার সম্ভাবনা প্রবল।
প্রস্তাব পাস হলে লোকসভা স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান সুপ্রিম কোর্টের একজন বর্তমান বিচারপতি এবং হাইকোর্টের একজন প্রধান বিচারপতির নাম প্রস্তাব করবেন তদন্ত কমিটির সদস্য হিসেবে। কেন্দ্র তার পক্ষ থেকে একজন “বিশিষ্ট আইনজীবী” বা Jurist মনোনীত করবে। এই তিন সদস্যের কমিটি অভিশংসন প্রস্তাবে উল্লিখিত অভিযোগ খতিয়ে দেখবে।
সূত্রের খবর, সরকার চায়— এই প্রস্তাবে সর্বদলীয় সমর্থন থাকুক। তাই অভিশংসন খসড়া তৈরির সময় বিভিন্ন দলের সঙ্গে আলোচনাও চালানো হবে বলে জানা গিয়েছে।