Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • একটা ফোন, একটু ভালবাসা— এতটাই কি কঠিন ছিল? স্বামীর অবহেলায় আত্মঘাতী তরুণী, পনিপথের হোটেলে মিলল নিথর দেহ
দেশ

একটা ফোন, একটু ভালবাসা— এতটাই কি কঠিন ছিল? স্বামীর অবহেলায় আত্মঘাতী তরুণী, পনিপথের হোটেলে মিলল নিথর দেহ

dead
Email :5

পাঞ্জাবের পনিপথে ঘটে গেল হৃদয়বিদারক এক ঘটনা। স্বামীর ভালোবাসা পাওয়ার আশায় নিজের সব কিছু ছেড়ে ছুটে এসেছিলেন তরুণী, কিন্তু তাঁর উপেক্ষাতেই শেষ হল জীবন। মাত্র ২২ বছর বয়সি এক নার্স বিষ খেয়ে আত্মঘাতী (Suicide) হয়েছেন এক হোটেলে।

মৃতা তরুণীর নাম মনীষা। তিনি মূলত মহারাষ্ট্রের চন্দ্রপুরের বাসিন্দা হলেও গত চার বছর ধরে হরিয়ানার কুটানি রোডের বিহার কলোনিতে মামার বাড়িতে থাকতেন (Suicide) । সেখানকার বাবাইল রোডের একটি স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেন। সেখানেই স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পরিণতি পায় ভালোবাসার বিয়েতে। পরে তাঁরা গাজিয়াবাদে থাকতে শুরু করেন (Suicide) ।

কিন্তু সম্পর্কের পথ মসৃণ ছিল না। দম্পতির বিরুদ্ধে অপহরণ মামলায় অভিযোগ ওঠে। দু’জনেই গ্রেফতার হন। পরে পরিবার জামিনে ছাড়িয়ে আনে। যদিও এই সমস্ত ঝামেলার পরেও তাঁদের যোগাযোগ চালু ছিল। এরপর মনীষা বেঙ্গালুরুতে নার্সের চাকরি পান (Suicide) ।

সম্প্রতি তাঁর স্বামী বারবার অনুরোধ করতে থাকেন মনীষাকে চাকরি ছেড়ে পনিপথে তাঁর সঙ্গে দেখা করতে। মনীষা স্বামীর অনুরোধে বিশ্বাস করে চাকরি ছেড়ে পনিপথে পৌঁছন এবং জিটি রোডের এক হোটেলে ওঠেন। স্বামীর জন্য অপেক্ষা করতে থাকেন।

তাঁরা একবার দেখা করেন। সেই সময় স্বামী জানান, তিনি বাড়ি থেকে কিছু জামাকাপড় আনতে যাচ্ছেন, তারপর আবার ফিরে আসবেন। কিন্তু এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ। একাধিকবার ফোন করেও কোনও খোঁজ মেলেনি। এই উপেক্ষা মনীষার সহ্যের বাইরে চলে যায় (Suicide) ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি অনলাইনে বিষ জাতীয় দ্রব্য অর্ডার করেছিলেন এবং সেটি খেয়ে আত্মহত্যা করেন।

মামা রাজবীর খবর পেয়ে হোটেলে পৌঁছে মনীষাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু ৭ জুলাই, সোমবার, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

চাঁদনিবাগ থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts