রাজস্থানের আকাশে হঠাৎ বিকট বিস্ফোরণ, তারপরই ধ্বংসস্তূপে পরিণত হল বায়ুসেনার একটি যুদ্ধবিমান (Fighter Jet)। চুরু জেলার ভানুদা গ্রামে মঙ্গলবার দুপুরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি জাগুয়ার ফাইটার জেট। ঘটনার তীব্রতায় প্রাণ হারিয়েছেন পাইলট। আহত হয়েছেন আরও দু’জন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার প্রকৃত (Fighter Jet) কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে আচমকা আকাশে এক অস্বাভাবিক শব্দ শোনা যায় (Fighter Jet)। চোখের সামনে সামনের মাঠ থেকে দেখা যায় কুণ্ডলী পাকানো কালো ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা (Fighter Jet)। বিস্ফোরণের শব্দে আঁতকে ওঠে গোটা এলাকা। বাসিন্দারা ছুটে যান ঘটনাস্থলে, তখনই চোখে পড়ে—পুরোপুরি জ্বলে ছারখার হয়ে গিয়েছে একটি যুদ্ধবিমান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে ।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশবাহিনী এবং বায়ুসেনার উদ্ধারকারী দল । যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ ঘিরে তল্লাশি শুরু হয়। সেই ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার হয় পাইলটের মৃতদেহ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। নিহত পাইলটের পরিচয় জানতে তৎপরতা শুরু করেছে বায়ুসেনা। দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সম্ভাবনাও তৈরি হয়েছে।
বায়ুসেনার তরফে এই দুর্ঘটনা নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত বিবৃতি না দেওয়া হলেও সূত্র মারফত জানা গিয়েছে, বিমানটি রুটিন প্রশিক্ষণ মিশনে ছিল (Fighter Jet)। কী কারণে এই বিপর্যয় ঘটল, তা জানতে ব্ল্যাক বক্স খোঁজার প্রক্রিয়া চলছে।
বিপর্যয়ের জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানের চুরু জেলায়। সাধারণ মানুষের মনে প্রশ্ন, আধুনিক যুদ্ধবিমানেও এমন দুর্ঘটনা কেন?