Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সাড়ে তিন লক্ষ টাকার সুপারিতে খুন! বিহারে বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ীকে গুলি করে খুনের নেপথ্যে আরও বড় ষড়যন্ত্র?
দেশ

সাড়ে তিন লক্ষ টাকার সুপারিতে খুন! বিহারে বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ীকে গুলি করে খুনের নেপথ্যে আরও বড় ষড়যন্ত্র?

bihar businessman
Email :12

বিহারে গোপাল খেমকা হত্যাকাণ্ডে তদন্তে বড় সাফল্য পেল পুলিশ (Businessman Murder)। এই চাঞ্চল্যকর ঘটনায় অন্যতম অভিযুক্ত ও অস্ত্র সরবরাহকারী বিকাশ ওরফে রাজাকে এনকাউন্টারে গুলি করে মারল বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। মঙ্গলবার সকালে পাটনার মাল সালামি থানা এলাকার পাটনা ঘাটে এই রুদ্ধশ্বাস এনকাউন্টার হয় (Businessman Murder)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাজার গোপন আস্তানায় অভিযান চালায় এসটিএফ (Businessman Murder)। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। পুলিশও আত্মরক্ষায় পালটা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে প্রবল গুলির লড়াইয়ের পর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজা ওরফে বিকাশের (Businessman Murder)।

তবে এখনও পর্যন্ত পুলিশ এই এনকাউন্টার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। বিহারের আইজি জিতেন্দ্র রানা জানিয়েছেন, আজ (মঙ্গলবার) সকাল ১১টায় সাংবাদিক বৈঠক করে পুরো ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে (Businessman Murder)।

প্রসঙ্গত, গত ৪ জুলাই রাতে পাটনার গান্ধী ময়দান এলাকায় রামগোলাম চকের কাছে গুলি করে খুন করা হয় বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ী গোপাল খেমকাকে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। পুলিশের তরফে গঠন করা হয় একটি বিশেষ তদন্তকারী দল। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে শুটার উমেশকে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ধরা হয় তাঁকে। জিজ্ঞাসাবাদে উমেশ জানায়, গোপাল খেমকাকে হত্যা করার জন্য সাড়ে তিন লক্ষ টাকা ‘সুপারি’ দেওয়া হয়েছিল।

সেই সূত্র ধরেই উঠে আসে অস্ত্র সরবরাহকারী রাজার নাম। রাজা বহুদিন ধরেই বেআইনি অস্ত্র কারবারে যুক্ত ছিল বলে অনুমান। তাকে ধরতে গিয়ে এনকাউন্টারেই খতম করতে হয় পুলিশকে।

আরও বিস্ময়কর তথ্য উঠে এসেছে প্রাথমিক তদন্তে। পুলিশ জানতে পেরেছে, গোপাল খেমকার ছেলেকেও ছ’বছর আগে একইভাবে খুন করা হয়েছিল। এবার খুন হওয়া গোপাল নিজেও এক সপ্তাহ ধরে নজরদারির মধ্যে ছিলেন। পুলিশের অনুমান, গোপালের ঘনিষ্ঠ কেউই এই হত্যার পিছনে রয়েছে, যিনি সুপারি দিয়ে উমেশকে এই খুন করতে পাঠিয়েছিলেন।

এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বিহার জুড়ে। বিজেপি নেতা খুনের ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও তীব্র হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts