Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বৃষ্টি বাড়লেই থেমে যেতে পারে ট্রেন পরিষেবা—রেল কর্তারা জানালেন আশঙ্কার খবর
রাজ্য

বৃষ্টি বাড়লেই থেমে যেতে পারে ট্রেন পরিষেবা—রেল কর্তারা জানালেন আশঙ্কার খবর

rain sealdah station
Email :11

রাতভর টানা বৃষ্টির জেরে (Heavy Rain) কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে শিয়ালদহ মেন শাখার রেল পরিষেবা। সকালেও বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। শহরের রাস্তাঘাট তো বটেই, রেললাইনের উপরেও জমে গিয়েছে হাঁটুসমান জল। পাম্প বসিয়ে জল বের করার কাজ চলছে পুরোদমে, তবু স্বস্তি নেই (Heavy Rain)।

সর্বত্র জল জমার ফলে একাধিক স্টেশনে সিগন্যালিং ব্যবস্থায় বড়সড় গোলযোগ দেখা দিয়েছে। এর ফলে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে (Heavy Rain)। শিয়ালদহ মেন শাখার টিটাগড়, বেলঘরিয়া, বারাসত-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে লাইনের উপর জল জমে যাওয়ায় ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে (Heavy Rain)। যদিও এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিল হয়নি, কিন্তু প্রায় প্রতিটি ট্রেনই দীর্ঘ দেরিতে চলছে—কখনও ঘণ্টাখানেক, কখনও তারও বেশি। অফিসযাত্রীরা পড়েছেন চরম সমস্যায়।

শুধু রেলই নয়, শহরের বেশিরভাগ রাস্তাও ডুবে রয়েছে জলের তলায় (Heavy Rain)। ফলে ট্রেনই ছিল অনেকের ভরসা, কিন্তু এখন সেই ভরসাতেই ধাক্কা। কখন ট্রেন আসবে, আদৌ আসবে কি না—সেই অনিশ্চয়তার মধ্যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে হচ্ছে হাজার হাজার যাত্রীকে।

পূর্ব রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিপিও) একলব্য চক্রবর্তী জানিয়েছেন, সারা রাত ধরে বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় জল জমেছে। পরিস্থিতি সামাল দিতে রেলের ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য বিভাগগুলি রাতভর কাজ করেছে এবং এখনও তা চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, বেলঘরিয়া-সহ একাধিক স্টেশনে সিগন্যালিং ফেলিওর হয়েছে। সেই জায়গাগুলিতে এখন ম্যানুয়াল সিগনালিংয়ের মাধ্যমে ট্রেন চালানো হচ্ছে। তবে এই পরিস্থিতি কতক্ষণ সামাল দেওয়া যাবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বর্ষণ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা।

এমন অবস্থায় শহরের দৈনন্দিন যাত্রীদের দুর্ভোগ কতটা বাড়বে, তা সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts