যা কখনও ভাবা যায়নি, এবার যেন তাই বলল পাকিস্তান (Pakistan)! দীর্ঘদিন ধরে জঙ্গিদের আশ্রয় দিয়ে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে কোণঠাসা পাকিস্তান এবার কার্যত নতিস্বীকার করল (Pakistan)। ভারতের কুখ্যাত শত্রু হাফিজ সইদ এবং মাসুদ আজহারকে এবার ভারতের হাতে তুলে দিতে তারা প্রস্তুত— এমনটাই জানালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে (Pakistan)।
এতদিন ধরে পাকিস্তান সরকার জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ অস্বীকার করে এসেছে। কিন্তু পহেলগাঁও হামলার পর ভারত কূটনৈতিকভাবে এমন চাপ তৈরি করেছে, যে আর চুপ করে থাকা সম্ভব হয়নি ইসলামাবাদের পক্ষে। একাধিক আন্তর্জাতিক মঞ্চে ভারত জঙ্গিদের আশ্রয় দেওয়ার পাঁকে পাকিস্তানকে (Pakistan) ফাঁসিয়ে দিয়েছে। অবশেষে পাকিস্তানের মুখেই উল্টো সুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের বিদেশমন্ত্রী স্পষ্ট জানান, জইশ-ই-মহম্মদের মাসুদ আজহার এবং লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে তাঁদের কোনও আপত্তি নেই। তাঁর কথায়, “সন্ত্রাসবাদ এক গুরুত্বপূর্ণ ইস্যু। যদি ভারত সহযোগিতা করে, তবে পাকিস্তান প্রতর্পণে রাজি। আমরা চাই বিশ্বাস তৈরি হোক।”
তিনি আরও জানান, পাকিস্তানে (Pakistan) ইতিমধ্যেই এই দুই জঙ্গি নেতার বিরুদ্ধে সন্ত্রাসে আর্থিক মদতের মামলাও দায়ের হয়েছে। পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটি অনুযায়ী, জইশ ও লস্কর দুই সংগঠনকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হাফিজ সইদ বর্তমানে পাকিস্তানের জেলে বলেই দাবি ইসলামাবাদের। তবে মাসুদ আজহারের বিষয়ে তাঁদের বক্তব্য, তিনি এখন আফগানিস্তানে রয়েছেন।
বিলাওয়াল ভুট্টোর অভিযোগ, ভারত যদি যথাযথ তথ্যপ্রমাণ ও সাক্ষ্য না পাঠায়, তাহলে সেসব মামলায় আদালতে পেশ করা সম্ভব নয়। তাই দিল্লির দিক থেকেও আরও সহযোগিতা প্রয়োজন বলেই তাঁর অভিমত।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে— পাকিস্তান কি সত্যিই বদলাচ্ছে? নাকি এটা শুধুই আন্তর্জাতিক চাপের মুখে মুখরক্ষার চেষ্টা?