সখেরবাজারে রবিবার সকালবেলা ঘটে গেল এক বিভীষিকাময় ঘটনা (Behala)। বন্ধুত্বের আড়ালে লুকিয়ে ছিল রক্তমাখা পরিণতি। চার বন্ধুর মদের আসর শেষ পর্যন্ত গড়াল খুনের মঞ্চে। অভিযোগ, টাকার ভাগাভাগি নিয়ে বচসা বাঁধতেই এক বন্ধু নিজের বাবাকে ডেকে এনে অপর বন্ধুকে এমনভাবে মারধর করে যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় (Behala)। এই ঘটনায় স্তম্ভিত বেহালার ডায়মন্ড হারবার রোডের আশপাশের এলাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বাপি অধিকারী (Behala)। রবিবার সকাল সাতটা নাগাদ বেহালার সখেরবাজারে রাস্তার ধারে চার বন্ধু মিলে মদ্যপান করছিলেন (Behala)। আচমকাই টাকার ভাগ নিয়ে বাপির সঙ্গে দীপু জানা নামে এক বন্ধুর বচসা বাঁধে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দীপু নিজের বাবা কৃষ্ণ জানাকে ঘটনাস্থলে ডেকে আনেন। অভিযোগ, বাবা ও ছেলে মিলে তখন বাপিকে জোর করে একটি মার্কেটের ভিতরে টেনে নিয়ে যান। সেখানেই চলে বেধড়ক মারধর।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাপিকে এমনভাবে মারা হয় যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে (Behala)। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ। এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। পৌঁছয় হোমিসাইড শাখাও। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দীপু ও তাঁর বাবাকে। তাঁদের আজ আদালতে তোলা হবে।
এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এমন নির্মমতা আগে দেখেননি। বন্ধুত্বের আড়ালে যে এই ধরনের ভয়াবহতা লুকিয়ে থাকতে পারে, তা ভাবতেই পারছেন না কেউ। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও রাজনৈতিক বা পারিবারিক প্রতিক্রিয়া মেলেনি। তদন্ত চলছে, ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।