বলিউড প্রযোজক বনি কাপুর ও প্রয়াত মোনা শৌরির কন্যা অংশুলা কাপুর (Anshula Kapoor) তাঁর জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। ৩ জুলাই, সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি ঘোষণা করলেন—তিনি এনগেজড! দীর্ঘদিনের প্রেমিক রোহান ঠাক্কারের সঙ্গে তাঁর (Anshula Kapoor) বাগদান সম্পন্ন হয়েছে। তাঁদের স্বপ্নের মতো প্রেম কাহিনির সাক্ষী থাকল অসংখ্য অনুরাগী ও বলিউড পরিবার।
এই খুশির খবর প্রকাশ্যে আসতেই বাবা বনি কাপুর আবেগ ধরে রাখতে পারেননি। মেয়ের (Anshula Kapoor) পোস্টে মন্তব্য করে তিনি লেখেন, “তোমাদের দু’জনকে ঈশ্বর আশীর্বাদ করুন। তোমাদের ফিরে আসার অপেক্ষায় আছি, যেন নিজের বাড়িতে তোমাদের এনগেজমেন্ট সেলিব্রেট করতে পারি।”
অংশুলা (Anshula Kapoor) ও রোহান তাঁদের এনগেজমেন্টের ঘোষণা দিয়েছেন একটি জয়েন্ট পোস্টে, যেখানে একের পর এক রূপকথার মতো ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। সঙ্গে ছিল তাঁদের প্রেমের গল্পের এক টুকরো ছোঁয়া—একটি অ্যাপের মাধ্যমে প্রথম আলাপ, মাঝরাতে ১টা ১৫ মিনিটে শুরু হওয়া কথোপকথন, যা টানা সকাল ৬টা পর্যন্ত চলেছিল। সেখান থেকেই শুরু এই ভালোবাসার সফর (Anshula Kapoor)। ২০২২ থেকে ২০২৫—তাঁদের চার বছরের যাত্রা ছিল এক উষ্ণ, হৃদয়ছোঁয়া প্রেম কাহিনি।
রোহান যখন অবশেষে অংশুলাকে প্রপোজ করেন, অংশুলার উত্তর ছিল এক আন্তরিক, আবেগঘন “হ্যাঁ”।
সোশ্যাল মিডিয়ায় অংশুলা লেখেন,
“আমি কখনও রূপকথার প্রেমে বিশ্বাসী ছিলাম না… কিন্তু যেটা রোহান আমাকে সেদিন দিল, সেটা তার চেয়েও বেশি। কারণ সেটা ছিল ইচ্ছাকৃত, ভেবেচিন্তে করা, বাস্তব… একেবারে আমাদের মতো। আমি হ্যাঁ বলেছি। কেঁদে ফেলেছিলাম, হাত কাঁপছিল, অথচ হৃদয়ভরা এক অদ্ভুত খুশিতে ভরে উঠেছিলাম। ২০২২ সাল থেকে সবসময় তুমিই ছিলে, রোহান। আমার সেফ প্লেস, আমার মানুষ, আমার প্রিয় ছেলে, প্রিয় শহর… আর এখন প্রিয় ‘হ্যাঁ’!”
তিনি আরও লেখেন, “(প্রপোজালের পর প্রথম খাবার ছিল Shake Shack-এর মাশরুম বার্গার, কারণ আমাদের প্রথম কথাবার্তা শুরু হয়েছিল সেই খাবার নিয়েই! যারা জানেন, তারা জানেন!)”
এই খবরে কাপুর পরিবার আনন্দে ভাসছে। অংশুলার সৎবোন খুশি কাপুর কেবল এক শব্দেই প্রতিক্রিয়া জানিয়েছেন—“Crying।” এই একটুকু শব্দেই ধরা পড়েছে বোনের প্রতি ভালোবাসা ও আবেগ।
বাগদানের এই ঘোষণা এসেছে এক বিশেষ সময়ে—যখন অংশুলা সম্প্রতি শেষ করেছেন করণ জোহর প্রযোজিত ওটিটি রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’-এ তাঁর যাত্রা। ৩ জুলাই গ্র্যান্ড ফিনালের ঠিক আগেই তিনি বাদ পড়েন শো থেকে, সঙ্গে ছিলেন আরও কয়েকজন প্রতিযোগী—জানভি গৌর, এলনাজ নোরৌজি, সুফি মোতিওয়ালা ও জান্নাত জুবেইর। এই রিয়্যালিটি শো-তে তিনি অংশ নিয়েছিলেন তাঁর কাকিমা মাহীপ কাপুরের সঙ্গে।
অংশুলার জীবনে এই বিশেষ মুহূর্তে আনন্দ আর আবেগ মিলেমিশে একাকার। তাঁকে অভিনন্দন জানাচ্ছে বলিউড ও অনুরাগীরা। এখন সকলে অপেক্ষায় রয়েছেন—এই জুটির এনগেজমেন্ট সেলিব্রেশন কবে কাপুর পরিবারের ঐতিহ্যবাহী বাড়িতে অনুষ্ঠিত হবে!