ভারতীয় প্রযুক্তি পেশাদার সোহম পারেখ একের পর এক চাঞ্চল্যকর অভিযোগে (Fraud) জড়িয়ে পড়েছেন। অভিযোগ উঠেছে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক স্টার্টআপ সংস্থায় একসঙ্গে চাকরি করেছেন, কোনও প্রকার তথ্য না দিয়েই। এমনকি নিজের দেরিতে কাজ করা ঢাকতে গিয়ে তিনি “ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষ” চলছে বলে নাটক সাজিয়েছেন (Fraud)—এমনই বিস্ফোরক দাবি করলেন Leaping AI-র সহ-প্রতিষ্ঠাতা আরকাডি টেলেগিন।
সম্প্রতি X (পূর্বতন টুইটার)-এ এক দীর্ঘ পোস্টে টেলেগিন লেখেন, মে মাসে যখন ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ছিল বলে খবর ছড়ায় (Fraud), সেই সময় পারেখ তাকে বারবার জানান যে তিনি “সংঘর্ষের অঞ্চলে” রয়েছেন, এমনকি দাবি করেন যে “একটি ড্রোন তার বাড়ি থেকে মাত্র ১০ মিনিট দূরে ভেঙে পড়েছে”। যদিও পরে জানা যায়, সেই সময় তিনি মুম্বইতেই ছিলেন, কোনও সীমান্তবর্তী এলাকায় নয়।
আরকাডি টেলেগিন আরও বলেন, পারেখ ইচ্ছাকৃতভাবে মিথ্যে গল্প ফেঁদে তাকে ‘guilt-trip’ করতেন (Fraud), যাতে তাঁর দেরিতে কাজ করার বিষয়টি চাপা থাকে। এই সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও তিনি প্রকাশ্যে আনেন।
তবে এখানেই শেষ নয়। Suhail Doshi, Mixpanel-এর প্রাক্তন CEO, আগেই অভিযোগ করেন যে সোহম পারেখ (Fraud) একসঙ্গে ৩৪টি স্টার্টআপে চাকরি করতেন! তিনি বলেন, এক সপ্তাহের মধ্যেই পারেখের এই প্রতারণার খবর জানতে পেরে তাকে বরখাস্ত করা হয় (Fraud)। অনেক অন্য স্টার্টআপ ফাউন্ডারও ডোশির দাবিকে সমর্থন করেন, কেউ কেউ সাক্ষাৎকার বাতিল করেন, কেউ আবার জানান তারা সম্প্রতি সোহমকে ইন্টারভিউ নিয়েছিলেন, পরে বুঝতে পারেন যে সে ইতিমধ্যেই অনেক সংস্থার সঙ্গে যুক্ত।
এই অভিযোগের জবাবে পারেখ সম্প্রতি একটি জনপ্রিয় টেক শোতে (TBPN) স্বীকার করেন যে অভিযোগগুলি সত্য। তিনি বলেন, “হ্যাঁ, এটা সত্যি। আমি গর্বিত নই, কিন্তু আমার আর্থিক অবস্থা তখন ভয়াবহ ছিল। কেউই ১৪০ ঘণ্টা সপ্তাহে কাজ করতে চায় না, কিন্তু আমি বাধ্য হয়েছিলাম।”
পারেখ জানান, তিনি সমস্ত কাজ নিজেই করতেন, কোনও এআই টুল বা অন্য ইঞ্জিনিয়ারের সাহায্য ছাড়াই। এখন তিনি জানিয়েছেন, নতুন করে আর কোনও বাড়তি চাকরি নেবেন না। তিনি বর্তমানে সান ফ্রান্সিসকো-ভিত্তিক নতুন এআই স্টার্টআপ Darwin-এ একচেটিয়া কাজ শুরু করেছেন।
Darwin-এর প্রতিষ্ঠাতা ও CEO সঞ্জিত জুনেজা সোহমের প্রতিভার প্রশংসা করে বলেন, “সোহম অসাধারণ দক্ষ একজন ইঞ্জিনিয়ার। আমরা বিশ্বাস করি, সে আমাদের পণ্য বাজারে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে পারেখ বলেন, “আমি এখন একা হয়ে গিয়েছি। যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁদের প্রায় সবাই আমাকে ছেড়ে গেছেন। কিন্তু আমি শুধু একটা জিনিস জানি—বিল্ড করা। সেটাই করেই যাব।”
তিনি জানিয়েছেন, অতীতে নেওয়া সব চাকরির দায়িত্ব শেষ করেছেন এবং বর্তমানে শুধু Darwin-এর সঙ্গেই যুক্ত আছেন।