কসবার (Kasba Case) দক্ষিণ কলকাতা ল কলেজে ফের চাঞ্চল্য। আজ সকালে ওই কলেজে বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়ে ঘটনার পুনর্নির্মাণে তিন অভিযুক্তকে আনে কলেজ চত্বরে। সঙ্গে আনা হয় সেই নিরাপত্তারক্ষীকেও, যিনি ঘটনার দিন অর্থাৎ ২৫ জুন রাতে ডিউটিতে ছিলেন এবং নির্যাতিতার দাবি অনুযায়ী, যার কাছে সে সাহায্য চেয়েও পায়নি (Kasba Case)।
গোয়েন্দা বিভাগ তদারকিতে কলেজের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ — ইউনিয়ন রুম থেকে গার্ড রুম — ঘুরে দেখানো হয় অভিযুক্তদের। পুলিশের উদ্দেশ্য একটাই — নির্যাতনের সেই রাতের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিবরণ পাওয়া, কীভাবে ঘটনার পর পর ঘটনা ঘটেছিল, কার কী ভূমিকা ছিল, নির্যাতিতার উপর কীভাবে পাশবিক নির্যাতন চালানো হয়েছিল, তা স্পষ্টভাবে বোঝা।
ঘটনার পুরো পুনর্গঠন ভিডিওগ্রাফির মাধ্যমে রেকর্ড করে রাখা হচ্ছে। গোয়েন্দা দফতরের একাধিক শীর্ষ কর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুনর্গঠনের মাধ্যমে তদন্তকারীরা নতুন কোনও তথ্য উঠে আসে কি না, তার দিকেও তীক্ষ্ণ নজর রেখেছে।
প্রসঙ্গত, এর আগে নির্যাতিতাকেও কলেজে এনে প্রতিটি স্থানে নিয়ে গিয়ে তাকে ঘটনার বিস্তারিত বর্ণনা দিতে বলা হয়েছিল। এবার অভিযুক্তদের বক্তব্য ও গতিবিধিও মিলিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, যে নিরাপত্তারক্ষী কলেজে ডিউটিতে ছিলেন, যার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, তাঁর হেফাজতের মেয়াদ আজ শেষ হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধেও তদন্ত জারি রয়েছে।