Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • চলছিল পার্টি, হঠাৎ শুরু হল গুলি—ভিডিওতে ধরা পড়ল মৃত্যুর হিমশীতল মুহূর্ত!
বিদেশ

চলছিল পার্টি, হঠাৎ শুরু হল গুলি—ভিডিওতে ধরা পড়ল মৃত্যুর হিমশীতল মুহূর্ত!

chicago
Email :4

আমেরিকার শিকাগো (Chicago ) শহরে এক ভয়াবহ গুলির ঘটনায় কেঁপে উঠল রাতের নৈশজীবন। এক নাইটক্লাবের বাইরে চালানো গণগোলাগুলিতে প্রাণ গেল অন্তত ৩ জনের, গুরুতর আহত ১৬ জন। অ্যাসোসিয়েটেড প্রেস (AP) জানিয়েছে, এই হামলা ছিল একটি ভয়ঙ্কর ‘ড্রাইভ-বাই শুটিং’— অর্থাৎ একটি চলন্ত গাড়ি থেকে বেপরোয়া গুলি ছোড়া হয় (Chicago )।

ঘটনাটি ঘটে শিকাগোর (Chicago ) বিখ্যাত “আর্টিস লাউঞ্জ” নামক নাইটক্লাবের সামনে, যেখানে চলছিল জনপ্রিয় র‍্যাপার মেলো বাক্জের অ্যালবাম রিলিজ পার্টি। অনুষ্ঠান শেষ হওয়ার পর ক্লাব থেকে বেরিয়ে আসছিলেন অতিথিরা, তখনই আচমকা গুলি চালায় দুষ্কৃতীরা।

ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Chicago ), যেখানে দেখা যাচ্ছে—এক ব্যক্তি একটি গাড়ি থেকে ভিডিও করছিলেন, আর ঠিক তখনই ভেসে আসে একের পর এক গুলির শব্দ। আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করে দেয়।

চাঞ্চল্যকরভাবে, এই একই স্থান ২০২২ সালের নভেম্বরেও এক রক্তাক্ত গুলির ঘটনার সাক্ষী ছিল। তখন ক্লাবটির নাম ছিল “হাশ লাউঞ্জ”, যেখানে এক ব্যক্তির মৃত্যু হয় এবং আহত হয় আরও তিনজন। সেই ঘটনার পর পুলিশ ক্লাবটি বন্ধ করে দেয়। পরে নতুন নামে (আর্টিস লাউঞ্জ) আবার শুরু হয় এই নাইটলাইফ স্পট।

তবে এবারের ঘটনা আবার প্রমাণ করে দিল—যুক্তরাষ্ট্রে বন্দুকবাজি যেন থামছেই না। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)–এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে আমেরিকায় প্রায় ৪৭,০০০ মানুষ বন্দুকজনিত কারণে প্রাণ হারিয়েছেন। আর সক্রিয় শুটিংয়ের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১০৫ জনের।

শিকাগো পুলিশের তরফে জানানো হয়েছে, হামলার তদন্ত শুরু হয়েছে এবং আততায়ীদের খোঁজে তল্লাশি চলছে। কিন্তু সাধারণ নাগরিকদের মনে এখন একটাই প্রশ্ন—এই মৃত্যুর মিছিল আর কতদিন চলবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts