Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • মারামারির পর হাসছিল, তুলছিল সেলফি! ভারতীয় যুবকের আচরণে কাঁপল ফ্রন্টিয়ার ফ্লাইট
বিদেশ

মারামারির পর হাসছিল, তুলছিল সেলফি! ভারতীয় যুবকের আচরণে কাঁপল ফ্রন্টিয়ার ফ্লাইট

indian origin arrested
Email :4

আমেরিকার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে মধ্যাকাশে ঘটে গেল রীতিমতো রোমহর্ষক ঘটনা (Indian Origin)। নিউ জার্সির ভারতীয় বংশোদ্ভূত এক যুবক ইশান শর্মাকে (২১) মিয়ামির আকাশে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের ফিলাডেলফিয়া থেকে মিয়ামিগামী ফ্লাইটে সহযাত্রীর ওপর হঠাৎই আক্রমণ চালান (Indian Origin)।

সোমবার রাতে বিমানটি মিয়ামি ইন্টারন্যাশনাল (Indian Origin) এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ‘ব্যাটারি’ অভিযোগে মামলা রুজু হয়েছে।

এক সহযাত্রীর মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ইশান শর্মা ও অপর যাত্রী কিয়ানু ইভানসের মধ্যে তীব্র হাতাহাতি চলছে (Indian Origin)। বাকিরা ও একজন বিমান সেবিকা ঝগড়াটি থামাতে মরিয়া চেষ্টা করছেন। ভিডিওতে একজন যাত্রীকে বলতে শোনা যায়, “তাঁকে ছেড়ে দাও! থামো, তাঁকে ছেড়ে দাও!” বিমানকর্মীও বারবার বলছেন, “স্যার, আপনাকে বসতেই হবে।”

ক্ষতিগ্রস্ত যাত্রী কিয়ানু ইভানস (Indian Origin) স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, এই আক্রমণ সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল এবং ইশান আচমকা ভয়ানক হিংস্র ও অদ্ভুত আচরণ শুরু করেন। “সে একটা অদ্ভুত হাসি হাসছিল, বলছিল, ‘হা হা হা হা… তুমি একটা নগণ্য, ক্ষণস্থায়ী মানুষ। যদি আমায় চ্যালেঞ্জ করো, মৃত্যুর মুখোমুখি হতে হবে!’” — এমনটাই দাবি করেছেন ইভানস।

তাঁর অভিযোগ, এই ঘটনায় তিনি ক্রুদের সতর্ক করেন এবং ক্রুরা তাঁকে বলেন যদি পরিস্থিতি খারাপ হয়, তবে সহায়তা বোতাম টিপতে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইশান উঠে দাঁড়ান, ইভানসের কপালে কপাল ঠেকিয়ে সরাসরি চ্যালেঞ্জ জানান এবং পরে তাঁকে গলা টিপে ধরেন। ইভানস বলেন, “ওই মুহূর্তে আমার সামনে দুটি পথ ছিল—লড়াই অথবা পালানো। আমি আত্মরক্ষার পথ বেছে নিই।”

এই মারামারিতে ইশান শর্মার বাম ভ্রুর ওপর কাটা লাগে এবং ইভানসের মুখে আঁচড় পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, এই হিংস্র ঘটনার পর ইশান আবার নিজের আসনে ফিরে গিয়ে হাসতে থাকেন এবং নিজের রক্তাক্ত মুখের সেলফি তোলেন! পরে তাঁকে হ্যান্ডকাফ পরিয়ে বিমান থেকে নামানো হয়।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ইশানকে প্রথমে জ্যাকসন ওয়েস্ট হাসপাতাল নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য, তারপর তাঁকে হেফাজতে নেওয়া হয়। মঙ্গলবার আদালতে তাঁর আইনজীবী রেনে গর্ডন দাবি করেন, “আমার মক্কেল এমন এক ধর্মের অনুসারী যাঁরা বিমানে বসেই ধ্যান করছিলেন। দুর্ভাগ্যবশত, পেছনের যাত্রী সেটি সহ্য করতে পারেননি।”

তবে বিচারক জেরাল্ড হাবার্ট এই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি। তিনি শর্মার জামিন ৫০০ ডলার ধার্য করেন এবং ইভানসের সঙ্গে যোগাযোগ বা তাঁর স্কুল-অফিস এলাকায় না যাওয়ার নির্দেশ দেন।

ইভানস বলেন, “আমি চাই না মানুষ আমাকে ভুলভাবে বিচার করুক। আমি একজন সৎ মানুষ। সদ্যই আমি ধর্মান্তরিত হয়ে ব্যাপ্টাইজড হয়েছি। ইচ্ছা ছিল, ওই সময় আমি আরও জোর দিয়ে নিজের আসন বদলাতে চাইতাম।”

এখনও পর্যন্ত ফ্রন্টিয়ার এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই ঘটনায় কোনো মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts