Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মাত্র ৩ ঘণ্টায় গ্রেফতার, পুলিশ অদক্ষ নয়! কসবাকাণ্ডে সওয়াল রাজ্যের, তদন্তে হস্তক্ষেপ হাইকোর্টের
রাজ্য

মাত্র ৩ ঘণ্টায় গ্রেফতার, পুলিশ অদক্ষ নয়! কসবাকাণ্ডে সওয়াল রাজ্যের, তদন্তে হস্তক্ষেপ হাইকোর্টের

calcutta high court
Email :5

কসবা কাণ্ডের তদন্ত কতদূর এগিয়েছে, তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার বিচারপতি সৌমেন সেনের এজলাসে মামলাটি উঠতেই রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল আদালত (Calcutta High Court)।। বিচারপতির স্পষ্ট বার্তা— তদন্ত কতদূর এগিয়েছে, সেটি দেখতে চায় আদালত। সেই কারণে তদন্তকারীদের কাছ থেকে কেস ডায়েরি তলব করা হয়েছে। সেইসঙ্গে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, তার একটি বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে হাইকোর্টের তরফে।

তবে বিচারপতি (Calcutta High Court)। নির্দেশ দিয়েছেন, এই রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিলড কভারে— অর্থাৎ, গোপনীয়তার মধ্যে দিয়ে। প্রকাশ্যে তদন্তের অগ্রগতি আলোচনা নয়, বরং সরাসরি বিচারপতির নজরে রাখতে হবে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুনানিতে রাজ্যের তরফে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, (Calcutta High Court)। “ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল, তাও একজন মহিলা পুলিশ আধিকারিকের হাতে। এই ঘটনা প্রমাণ করে, রাজ্য পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।”

অন্যদিকে, নির্যাতিতার তরফে আইনজীবী অরিন্দম জানা জানান, “আমরা সিট তদন্তে আপাতত সন্তুষ্ট। তদন্তে যেন কোনও রকম অসহযোগিতা না হয়, সেই আশ্বাস দিচ্ছি। নির্যাতিতার পরিবার এই মামলার পার্টি হতে চায়।” বিচারপতি বিষয়টি নোট করে ১০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

এই মামলায় ইতিমধ্যে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। অথচ আশ্চর্যের বিষয়, যাঁকে নিয়ে মামলা, সেই নির্যাতিতাকে এই মামলায় পক্ষ করাই হয়নি। যদিও মামলাকারীর তরফে আইনজীবী সৌমশুভ্র রায় জানান (Calcutta High Court)।, “এই মামলায় নির্যাতিতার বিরুদ্ধে কোনও বক্তব্য নেই। তাই তাঁকে যুক্ত করার প্রয়োজন বোধ করছি না।”

সব মিলিয়ে কসবা কাণ্ডে হাইকোর্টের নজর এখন তদন্তের গতির দিকেই। রাজ্যের পুলিশ ব্যবস্থা এবং সিট নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠলেও, এবার সোজাসুজি কেস ডায়েরি চেয়ে তদন্তের ভেতরের হালচাল জানতে চাইল আদালত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts