তৃণমূলের (TMC) অন্দরে লুকিয়ে থাকা দ্বন্দ্ব এবার রাস্তায়! কলকাতার নারকেলডাঙার কাইজার স্ট্রিটে এলাকায় দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় অঞ্চলটি। অভিযোগের তির শাসকদলের (TMC) দুই হেভিওয়েট নেতা— নারকেলডাঙার বিধায়ক পরেশ পাল ও ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিংয়ের অনুগামীদের মধ্যে চরম দ্বন্দ্ব।
ঘটনা (TMC) ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আহত হয়েছেন দুই পক্ষের বহু ব্যক্তি, যাঁদের বর্তমানে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে। শুধু রাজনৈতিক কর্মীরাই নয়, হামলার সময়ে এক বৃদ্ধাও আক্রান্ত হন বলে অভিযোগ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় কাইজার স্ট্রিটে কয়েকজন যুবক রাস্তায় বসে কথা বলছিলেন (TMC) । সেই সময় আচমকা কাউন্সিলর শচীন সিংয়ের ঘনিষ্ঠ কিছু লোকজন এসে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্তদের অভিযোগ, কোনও রকম উস্কানি ছাড়াই বন্দুকের বাঁট, লোহার রড ও ডান্ডা নিয়ে হামলা চালানো হয়। ঘটনাস্থলে হইচই পড়ে যায়। এক প্রত্যক্ষদর্শীর দাবি, “শচীনের ছেলেরা হঠাৎ এসে দীপুকে কলার ধরে এমন চড় মারে, যে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়।”
এই ঘটনায় আক্রান্তরা প্রত্যেকেই বিধায়ক পরেশ পালের অনুগামী বলে দাবি করা হয়েছে। স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, কাউন্সিলর শচীন সিংয়ের অনুগামীরা দীর্ঘদিন ধরেই সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত, অথচ পুলিশ তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে না।
ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের অন্দরে এই গোষ্ঠীদ্বন্দ্ব কতটা গাঢ়, এবার তা প্রকাশ্যে চলে এল। যদিও এই বিষয়ে কাউন্সিলর শচীন সিং বা তাঁর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।