নদিয়ার (BSF) কৃষ্ণগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে ফের রক্তাক্ত সংঘর্ষ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক বাংলাদেশি চোরাকারবারির। বিএসএফ (BSF) সূত্রে খবর, বহুবার সতর্ক করা সত্ত্বেও বারবার অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ না হওয়ায় গুলি চালাতে বাধ্য হয় তারা।
ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জ থানার গেদে হালদারপাড়া বিওপি এলাকার কাছে, ৩২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত চৌকিতে (BSF)। মাঝরাতে হঠাৎই কিছু সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে বিএসএফ জওয়ানদের। সন্দেহভাজন চোরাকারবারিদের থামাতে গেলে তারা উলটে বিএসএফের উপর গুলি চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনী। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর ।
সূত্রের খবর, নিহত ব্যক্তি ছাড়াও আরও কয়েকজন গুলিতে আহত হয়ে বাংলাদেশ সীমান্তের দিকে পালিয়ে যায়। মৃতদেহটি উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বিএসএফ জানিয়েছে, সীমান্তে চোরাচালান রুখতে তারা সর্বদা সজাগ এবং তৎপর। এর আগেও একাধিকবার সোনা, রুপো ও অন্যান্য চোরাচালানের চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনাতেও সেই কড়া অবস্থানেরই প্রমাণ মিলল।