বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বেঙ্গালুরু (Bengaluru) ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (BESCOM)। কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA)-এর অধীনে থাকা এই বিখ্যাত স্টেডিয়ামটি অগ্নি নিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে v।
স্টেডিয়ামটিকে (Bengaluru) বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে কর্ণাটকের দমকল ও জরুরি পরিষেবা বিভাগের ডিজি। অভিযোগ, নির্ধারিত অগ্নি নির্বাপন ব্যবস্থা না মানায় এই পদক্ষেপ নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বর্তমানে চিন্নাস্বামী স্টেডিয়াম জেনারেটরের সাহায্যে সীমিতভাবে চালু রয়েছে।
এর আগে কর্ণাটক হাইকোর্ট (Bengaluru) কড়া ভাষায় সমালোচনা করেছিল BESCOM-এর, কেন তারা এখনও স্টেডিয়ামটিতে বিদ্যুৎ সরবরাহ চালু রেখেছে, যেখানে অগ্নি নিরাপত্তার নিয়ম ভেঙে ফেলা হয়েছে। এই বিষয়টি আলোচনায় আসে যখন KSCA আদালতে একটি পিটিশন দাখিল করে, যেখানে তারা BESCOM-এর বিদ্যুৎ বিচ্ছিন্ন করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে।
বিচারপতি সুনীল দত্ত যাদব সেই শুনানিতে বলেন, এমন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা অবহেলিত হলে বিপর্যয় ঘটতে পারে। KSCA-র পক্ষ থেকে জানানো হয়েছে, BESCOM ১২ জুন যে নোটিস দিয়েছিল তা চ্যালেঞ্জ করে তারা ১৭ জুন আদালতে আবেদন করে এবং সেদিনই বিদ্যুৎ আবার সংযুক্ত করা হয়।
তবে বর্তমানে BESCOM আবার বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে, যতক্ষণ না স্টেডিয়াম কর্তৃপক্ষ সমস্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করছে, ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ পুনরায় সংযোগ দেওয়া হবে না।