মাসের একেবারে শুরুতেই এল এক সুখবরের মতো খবর—কমল রান্নার গ্যাসের দাম (LPG Gas price)। কেন্দ্র এক ধাক্কায় ৫৮.৫০ টাকা ছাঁটাই করেছে। কিন্তু আপনি যদি ভেবে থাকেন, এবার আপনার বাড়ির হেঁশেলে স্বস্তি আসছে, তাহলে ভুল করছেন। কারণ এই ছাড় শুধুমাত্র বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রেই প্রযোজ্য (LPG Gas price)।
ঘরোয়া ব্যবহারের গ্যাসের দাম (LPG Gas price) কিন্তু একটুও কমেনি। অর্থাৎ যেভাবে এতদিন ধরে আপনার মাসের খরচের একটা বড় অংশ জুড়ে থেকেছে রান্নার গ্যাস, সেটি এখনো ঠিক তেমনই থেকে যাচ্ছে (LPG Gas price)।
কীভাবে কমল দাম? কেন্দ্রীয় তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নির্দেশে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমে গেছে ৫৮.৫০ টাকা। দিল্লিতে এই গ্যাসের দাম ১৭২৩ টাকা থেকে কমে হয়েছে ১৬৬৫ টাকা। কলকাতায় যেখানে আগে ১৯ কেজির সিলিন্ডারের দাম ছিল ১৮০২ টাকা, এখন তা নেমে এসেছে ১৭৪৪ টাকায়।
চলতি বছরে এটি তৃতীয়বার যখন বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমাল কেন্দ্র। এপ্রিল মাসে ৪১ টাকা, জুনে ২৪ টাকা এবং এবার জুলাই মাসের শুরুতে আরও ৫৮.৫০ টাকা কমানো হল। তবে এই ছাড়ের আনন্দে মধ্যবিত্ত গৃহস্থের কোনও উপকার হচ্ছে না। কারণ ঘরোয়া গ্যাসের দামে একটুও পরিবর্তন হয়নি।
পরিসংখ্যান বলছে, দেশের মোট এলপিজি ব্যবহারকারীর প্রায় ৯০ শতাংশই বাড়ির জন্য গ্যাস ব্যবহার করেন। অথচ দফায় দফায় কমানো হচ্ছে শুধু বাণিজ্যিক গ্যাসের দাম। ফলে প্রশ্ন উঠছে—জনগণের প্রয়োজনীয় খাতে কেন এই স্বস্তি মিলছে না?