Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ৭২ বছরের বৃদ্ধাকেও রেহাই দেয়নি বন্দুকবাজ! মণিপুরে চাঞ্চল্যকর হামলা!
দেশ

৭২ বছরের বৃদ্ধাকেও রেহাই দেয়নি বন্দুকবাজ! মণিপুরে চাঞ্চল্যকর হামলা!

manipur
Email :2

মণিপুরের (Manipur) চূড়াচাঁদপুর জেলার মংজাং গ্রামের কাছে সোমবার দুপুরে ভয়াবহ বন্দুকবাজির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ৭২ বছর বয়সী বৃদ্ধাও রয়েছেন (Manipur)। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা আচমকা গুলি চালিয়ে গাড়ির আরোহীদের খুন করে। ঘটনার পেছনে জাতিগত সংঘাত নয়, বরং কুকি বিদ্রোহী গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্ব থেকেই এই হামলা হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ (Manipur)।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ২টো নাগাদ, যখন একটি SUV গাড়িতে করে চারজন ব্যক্তি মংজাং গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন (Manipur)। ঠিক সেই সময় গাড়ির উপর এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারীরা। ঘটনাস্থলেই নিহত হন গাড়ির চার যাত্রী — থেংখোথাং হাওকিপ ওরফে থাহপি (৪৮), শেইখোগিন (৩৪), লেংগৌহাও (৩৫) এবং ৭২ বছর বয়সী ফালহিং।

চূড়াচাঁদপুর জেলা সদর দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, চারজনকেই একেবারে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। v পুলিশ ঘটনাস্থল থেকে এক ডজনের বেশি গুলির খোল উদ্ধার করেছে। তবে এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

ঘটনার পর পরই বিশাল পুলিশবাহিনী ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। শুরু হয় তল্লাশি অভিযান। এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এই ঘটনার সঠিক ঘটনার ক্রম বা উদ্দেশ্য নিয়ে।

এই খুনের ঘটনাকে ঘিরে মণিপুরের অশান্ত পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts