Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! চোখের মরণরোগ ‘ট্র্যাকোমা’ এখন অতীত — WHO-র স্বীকৃতিতে গর্বিত ভারত
দেশ

প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! চোখের মরণরোগ ‘ট্র্যাকোমা’ এখন অতীত — WHO-র স্বীকৃতিতে গর্বিত ভারত

PM Modi
Email :17

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) রবিবার ‘মন কি বাত’-এর ১২৩তম পর্বে দেশবাসীকে এক গর্বের খবর শোনালেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ভারতকে ট্র্যাকোমা মুক্ত (Trachoma Free) দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী (PM Modi) এই সাফল্যের জন্য দেশের স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমকে কৃতিত্ব দেন এবং ‘জল জীবন মিশন’-এর অবদানও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “ট্র্যাকোমা একটি চোখের মারাত্মক রোগ, যা দৃষ্টিশক্তি হ্রাসের কারণ হতে পারে। WHO এর ঘোষণার মাধ্যমে প্রমাণিত হলো যে, আমাদের স্বাস্থ্যব্যবস্থা এবং কর্মীরা কতটা সক্রিয় ও সফল। এটি ভারতবাসীর জন্য এক বিশাল গর্বের মুহূর্ত।”

প্রধানমন্ত্রী (PM Modi) আরও বলেন, গত মাসে জেনেভায় অনুষ্ঠিত ৭৮তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ভারতকে ‘Certificate of Elimination of Trachoma as a Public Health Problem’ প্রদান করা হয়। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে ভারত তৃতীয় দেশ হিসেবে এই গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করলো।

ভারতের সরকার ‘National Programme for Control of Blindness and Visual Impairment’ (NPCBVI)-এর অধীনে ট্র্যাকোমা নির্মূলের জন্য দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ২০১৯ সাল থেকে WHO-র নির্দিষ্ট ফরম্যাটে দেশের সমস্ত জেলা থেকে ট্র্যাকোমা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে একটি স্থায়ী পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে ২০০টি এন্ডেমিক জেলায় ‘National Trachomatous Trichiasis Survey’ পরিচালিত হয়, যা WHO-এর নির্ধারিত এক অন্যতম শর্ত ছিল।

এদিন ‘আন্তর্জাতিক যোগ দিবস’-এর প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সারা বিশ্ব এবং ভারতের কোটি কোটি মানুষ যোগাভ্যাসে অংশগ্রহণ করেছেন। গত ১০ বছরে এই যোগদিবস এক বিশ্বজনীন উৎসবে রূপ নিয়েছে। এটা প্রমাণ করে, মানুষ এখন বেশি করে যোগকে তাদের জীবনের অংশ করে তুলছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts