আবারও মাঝআকাশে আতঙ্ক! ইথিওপিয়ান এয়ারলাইন্সের (Ethiopian Airlines) একটি যাত্রীবাহী বিমান মাঝআকাশে ভয়ঙ্কর বিপত্তির মুখে পড়ে। ৩৩ হাজার ফুট উচ্চতায় উড়ন্ত অবস্থায় হঠাৎ করেই বিমানের ভিতরে বায়ুচাপ কমে যায়, যার জেরে অসুস্থ হয়ে পড়েন অন্তত সাত জন যাত্রী (Ethiopian Airlines)। দ্রুত পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।
সূত্রের খবর অনুযায়ী, গত শুক্রবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে রওনা দিয়েছিল এই বিমানটি (Ethiopian Airlines)। আরব সাগরের উপর দিয়ে ওড়ার সময় আচমকা বিমানের কেবিনে বায়ুচাপ হ্রাস পেতে শুরু করে। মুহূর্তেই যাত্রীদের মধ্যে শুরু হয় অস্বস্তি ও আতঙ্ক। সাতজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং বিমানের উচ্চতা দ্রুত হ্রাস পেতে থাকে।
এই সংকটজনক অবস্থায় পাইলট দ্রুত যোগাযোগ করেন মুম্বই এটিসি-র সঙ্গে। সবুজ সংকেত পাওয়ার পরেই নেওয়া হয় জরুরি (Ethiopian Airlines) অবতরণের সিদ্ধান্ত। মুম্বই বিমানবন্দরে অবতরণ করেই আহত যাত্রীদের তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
প্রসঙ্গত, এর ঠিক কয়েকদিন আগেই অনুরূপ এক ঘটনা ঘটেছিল মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে। লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ছাড়ার পর ওই বিমানে দুই বিমানকর্মী ও পাঁচ যাত্রী আচমকা অসুস্থ হয়ে পড়েন (Ethiopian Airlines)। বিমানেই দুই কর্মী অচৈতন্য হয়ে পড়লে মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যদিও সেই বিমানে জরুরি অবতরণের প্রয়োজন হয়নি এবং সফলভাবেই মুম্বই পৌঁছয় উড়ানটি। এরপরই আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে বিমান সংস্থা।
এই একের পর এক ঘটনায় মাঝআকাশে যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এয়ারলাইন্সগুলোর তরফে অবশ্য তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।