Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • এক প্রজন্মের ক্রাশ… চলে গেলেন চিরতরে! হঠাৎ হৃদরোগে মৃত্যু শেফালির, মুম্বই থমথমে!
বিনোদন

এক প্রজন্মের ক্রাশ… চলে গেলেন চিরতরে! হঠাৎ হৃদরোগে মৃত্যু শেফালির, মুম্বই থমথমে!

shefali jariwala
Email :122

চলে গেলেন ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জরিওয়ালা (Shefali jariwala)। মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন এই জনপ্রিয় মডেল-অভিনেত্রী। শেফালির (Shefali jariwala) হঠাৎ মৃত্যুতে স্তব্ধ গোটা বিনোদন জগত। যাঁর হাসি, যাঁর ছটায় ঝলমল করে উঠেছিল একটি প্রজন্মের গানের ভিডিও – সেই শেফালির জীবনের পর্দা এত দ্রুত পড়ে যাবে, তা মেনে নিতে পারছেন না অনুরাগীরা।

শুক্রবার আচমকাই অসুস্থ বোধ করেন শেফালি (Shefali jariwala)। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় তাঁর স্বামী এবং তিনজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে। কিন্তু পথেই শেষ হয়ে যায় সবকিছু (Shefali jariwala)। হাসপাতালে পৌঁছনোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি, এমনটাই জানিয়েছেন হাসপাতাল সূত্র। হাসপাতালের রিসেপশন ডেস্কে থাকা কর্মী জানান, চিকিৎসকেরা তাঁকে(Shefali jariwala)মৃত বলে ঘোষণা করেন যখনই অ্যাম্বুলেন্স এসে পৌঁছয়।

২০০২ সালে ডিজে ডলের রিমিক্স “কাঁটা লাগা”-য় শেফালির (Shefali jariwala) পারফরম্যান্স ছিল যুগান্তকারী। পপ সংস্কৃতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে তাঁর সেই ভিডিওর গ্ল্যামার এবং সাহসী উপস্থিতি। শেফালি সেদিন রাতারাতি হয়ে উঠেছিলেন ‘কাঁটা লাগা গার্ল’ — এক নতুন যুগের মিউজিক ভিডিও আইকন।

এরপর বলিউডেও পা রাখেন শেফালি। ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে অভিনয় করেন, যেখানে সলমন খান ও অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। পরে ওয়েব সিরিজ ‘বেবি কাম না’-তেও দেখা যায় তাঁকে, অভিনেতা শ্রেয়স তালপাড়ের বিপরীতে। টেলিভিশনে তিনি আরও জনপ্রিয় হন ‘নাচ বালিয়ে’ এবং ‘বিগ বস ১৩’-তে অংশ নিয়ে।

কয়েকদিন আগেই শেফালি নিজের ইনস্টাগ্রামে একটি গ্ল্যামারাস ফটোশুটের ছবি পোস্ট করেছিলেন, যেখানে এখনও তাঁর চোখেমুখে ছিল জীবনভর ঝলকানি। কে জানত, সেটাই হবে তাঁর শেষ পোস্ট!

শেফালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সহকর্মী ও বন্ধু অ্যালি গোনি, রাজীব আদাতিয়া সহ টেলি দুনিয়ার একাধিক পরিচিত মুখ। কেউই বিশ্বাস করতে পারছেন না, শেফালি আর নেই। এত কম বয়সে এমন একটি মৃত্যু যেন ফের প্রশ্ন তোলে — গ্ল্যামার আর সুখের বাইরেও থেকে যায় কত না বলা যন্ত্রণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts