ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফের উঠে এল বিতর্কিত দাবি। এবার অভিযোগ প্রয়াত ব্রিটিশ রাজকন্যা ডায়ানার (Princess Diana) সঙ্গে তাঁর আচরণ নিয়ে। প্রাক্তন বিবিসি সাংবাদিক সেলিনা স্কট দাবি করেছেন, প্রিন্স চার্লসের সঙ্গে বিচ্ছেদের পর ট্রাম্প একাধিকবার প্রিন্সেস ডায়ানার (Princess Diana) প্রতি অনাকাঙ্ক্ষিত আগ্রহ দেখিয়েছিলেন, যা রাজকুমারী ডায়ানাকে চরমভাবে অস্বস্তিতে ফেলেছিল।
সেলিনা স্কট জানান, ডায়ানার (Princess Diana) বিচ্ছেদের পর প্রায়ই বড় বড় ফুলের তোড়া পাঠাতেন ট্রাম্প তাঁর কেনসিংটন প্রাসাদের বাসভবনে। সেই সময় তাঁকে ‘চূড়ান্ত ট্রফি ওয়াইফ’ দেখতেন ট্রাম্প। ডায়ানা (Princess Diana)একদিন সেলিনা স্কটের সঙ্গে নৈশভোজে গিয়ে বলেন, “ও আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলে। আমি কী করব বলো?” উত্তরে সেলিনা তাঁকে পরামর্শ দেন, “ফুলগুলো ফেলে দাও।” ডায়ানা হেসে ওঠেন।
ট্রাম্প অবশ্য প্রকাশ্যে ডায়ানার (Princess Diana) প্রতি আগ্রহ গোপন করেননি। নিজের ১৯৯৭ সালে লেখা বই ‘The Art of the Comeback’-এ ট্রাম্প লিখেছিলেন, “আমি কখনও লেডি ডায়ানাকে ডেট করার সুযোগ পাইনি— এটা আমার দুঃখ।” তিনি আরও লেখেন, “ও একজন প্রকৃত রাজকুমারী ছিল, স্বপ্নের নারী।”
তবে বিতর্ক আরও ঘনীভূত হয় ডায়ানার মৃত্যুর পর। রিপোর্ট অনুযায়ী, তিনি বন্ধুবান্ধবদের বলেন, ডায়ানা বেঁচে থাকলে তাঁর সঙ্গে রোম্যান্সের সুযোগ হতো। একই বছরের শেষ দিকে, জনপ্রিয় রেডিও হোস্ট হাওয়ার্ড স্টার্নের শো-তে ট্রাম্প বলেন, “আমি ওকে পটাতে পারতাম।” এমনকি বলেছিলেন, তিনি ডায়ানাকে ঘনিষ্ঠতার আগে এইচআইভি পরীক্ষা করাতে বলতেন। স্টার্নের কৌতুকাত্মক প্রতিক্রিয়ায় ট্রাম্প যোগ করেন, “আমার লেক্সাসের কাছে চলো, আমি এক নতুন ডাক্তার এনেছি, চেকআপ করাতে চাই।”
এরপর ২০০০ সালের এক সাক্ষাৎকারে ফের ডায়ানাকে নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। সেখানে নিজের ব্যক্তিগত ‘সবচেয়ে আকর্ষণীয় নারী’র তালিকায় প্রাক্তন স্ত্রী ইভানা ও ভবিষ্যৎ স্ত্রী মেলানিয়ার পর তৃতীয় স্থানে রাখেন ডায়ানাকে। বলেন, “ও ছিল সুপারমডেল সুন্দরী। ওর উচ্চতা ছিল, ত্বক ছিল, সৌন্দর্য ছিল— সব ছিল। কিন্তু ও একটু পাগল ছিল।”
এই বিবৃতিগুলি ঘিরে ফের একবার বিতর্কে তুঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট। নারীর প্রতি দৃষ্টিভঙ্গি ও মর্যাদার প্রশ্নে ট্রাম্পের অতীত মন্তব্য নতুন করে প্রশ্ন তুলছে রাজনৈতিক ও সামাজিক মহলে।