রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আবেদন জানাল রাজ্য সরকার (DA Case)। শীর্ষ আদালত গত ৬ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ রাজ্য সরকারি কর্মীদের দিতে নির্দেশ দিয়েছিল। সেই সময়সীমা শুক্রবার শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত ডিএ (DA Case) হাতে পাননি কর্মীরা। বরং রাজ্যের তরফ থেকে আদালতের কাছে আরও ছয় মাস সময় চেয়ে নতুন আবেদন জানানো হয়েছে (DA Case)।
এদিকে এই আবেদনকে (DA Case) ঘিরে ফের চরম ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। তাঁদের যৌথ মঞ্চ জানিয়েছে, এই বিলম্ব আর কোনওভাবেই মেনে নেওয়া হবে না। বরং ইতিমধ্যেই অর্থসচিব ও মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার (DA Case) নোটিস পাঠানো হয়েছে বলে জানালেন সরকারি কর্মীদের আইনজীবী ফিরদৌস শামিম।
শামিম বলেন, “পুনর্বিবেচনার আর্জি করলেই যে আদালত তা মেনে নেবে , এমন কোনও নিশ্চয়তা নেই। বরং আদালতের নির্দেশ লঙ্ঘন করে সরকার আরও একবার কর্মীদের প্রতি অন্যায় করল।” তাঁর দাবি, ডিএ (DA Case) কোনও দয়ার অনুদান নয়, এটি বেতনের অবিচ্ছেদ্য অংশ। সরকার বাজেট করার সময় যেখানে অন্যান্য খাতে প্রচুর খরচ করছে, সেখানে সরকারি কর্মীদের পাওনা মেটাতে গেলেই ‘কোমর ভেঙে যাচ্ছে’ বলা হচ্ছে।

রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে ডিএ সংক্রান্ত এই টানাপোড়েন অনেক দিনের। আন্দোলন থেকে হাইকোর্ট হয়ে এই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে সুপ্রিম কোর্ট ৬ সপ্তাহের সময় দিয়ে বকেয়া ডিএ-র একাংশ মেটাতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল। অনেক সরকারি কর্মী সেই নির্দেশে আশার আলো দেখলেও, শুক্রবার সময়সীমা শেষ হওয়ার পর রাজ্য সরকারের নতুন আবেদনে আবারও হতাশা ঘনিয়েছে।
সরকারের এই নতুন পদক্ষেপ ঘিরে রাজ্য জুড়ে নতুন করে আন্দোলনের সম্ভাবনা তৈরি হচ্ছে। কর্মীদের যৌথ মঞ্চ জানিয়েছে, এবার তারা বৃহত্তর কর্মসূচির দিকে যাবে।