করোনা মহামারির পর ভার্চুয়াল মিটিং আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। এখন অনেকেই ঘরে বসেই ভিডিও কলে অফিসের কাজ সারেন, এমনকি কখনো শোবার ঘর বা রান্নাঘর থেকেও যুক্ত হন বৈঠকে। কিন্তু এই ‘ঘরের আরাম’ মাঝে মাঝেই এমন মাত্রা ছাড়িয়ে যায়, যা শিষ্টাচারের সীমা ভেঙে ফেলে—বিশেষ করে যখন সেটা হয় আদালতের মতো গম্ভীর পরিবেশে (Viral Video)।
সম্প্রতি গুজরাট হাইকোর্টে এমনই এক ঘটনা ঘটেছে, যা শুধু বিস্ময় নয়, চরম বিরক্তিরও জন্ম দিয়েছে (Viral Video)। আদালতের ভার্চুয়াল শুনানিতে অংশ নিতে গিয়ে এক ব্যক্তি টয়লেটে বসেই নিজের কাজ সারছিলেন, সেই মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায় এবং মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)।
ঘটনাটি ঘটেছে ২০ জুন, বিচারপতি নির্জার এস. দেশাই-এর বেঞ্চে। অভিযুক্ত ব্যক্তি, যিনি “Samad Battery” নাম ব্যবহার করে শুনানিতে যুক্ত হন, ভিডিও কলে দেখা যায় তিনি ব্লুটুথ ইয়ারফোন পরে টয়লেটে বসে আছেন। শুরুতে তিনি ফোনটা কিছুটা দূরে রাখলেও, পরে দেখা যায় তিনি প্রাতঃকৃত্য সম্পাদন করছেন। এমনকি ক্যামেরায় ধরা পড়ে সেই কাজ শেষ করে তিনি নিজেকে পরিষ্কার করছেন এবং পরে অন্য ঘরে চলে যাচ্ছেন (Viral Video)।
জানা গেছে, ওই ব্যক্তি ছিলেন একটি এফআইআর-র মামলায় প্রতিপক্ষ হিসেবে যুক্ত এবং মূল অভিযোগকারীও তিনিই ছিলেন। পরে উভয় পক্ষই আদালতকে জানায় যে, তাঁদের মধ্যে আপস হয়ে গেছে। এরপর বিচারপতি সেই এফআইআর বাতিল করে দেন।
তবে এটা প্রথম ঘটনা নয় যেখানে ভার্চুয়াল আদালতের শালীনতা লঙ্ঘিত হয়েছে। এর আগে এপ্রিল মাসে, গুজরাট হাইকোর্টে এক ব্যক্তিকে ভার্চুয়াল শুনানিতে ধূমপান করতে দেখা গেলে আদালত তাঁকে ৫০,০০০ টাকা জরিমানা করে।
এই ধরনের ঘটনার পুনরাবৃত্তির পর এখন আদালতের ভার্চুয়াল শুনানিতে অংশ নেওয়ার জন্য স্পষ্ট গাইডলাইন ও শিষ্টাচার নির্ধারণের দাবি জোরদার হয়েছে।