হায়দরাবাদের আম্বারপেট এলাকায় বসবাসকারী এক দম্পতি সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন, যাঁরা অনলাইনে নিজেদের যৌন কার্যকলাপ ( Live Streamed Sex Acts) লাইভস্ট্রিম করে আসছিলেন। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে উঠে এসেছে, তাঁরা এই পদক্ষেপ নিয়েছিলেন শুধুমাত্র তাঁদের দুই মেয়ের কলেজের টিউশন ফি জোগাড় করতে।
পুলিশ জানিয়েছে, অর্থনৈতিক টানাপোড়েনের কারণে দম্পতি এমন কাজে ( Live Streamed Sex Acts) লিপ্ত হন। ওই দম্পতির একজন হলেন অটোচালক, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ( Live Streamed Sex Acts)এবং চিকিৎসার খরচ বহন করতে পারছিলেন না। এদিকে তাঁদের দুই মেয়ে যথেষ্ট মেধাবী—একজন বর্তমানে B.Tech দ্বিতীয় বর্ষে পড়ছেন, আর অন্যজন সদ্য ইন্টারমিডিয়েট পরীক্ষায় ৪৭০-র মধ্যে ৪৬৮ নম্বর পেয়ে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ( Live Streamed Sex Acts)।
এই কঠিন পরিস্থিতিতে তাঁরা অনলাইনে ‘Sweety Telugu Couple 2027’ ছদ্মনামে একটি মোবাইল অ্যাপে যৌন কনটেন্ট শেয়ার করতে শুরু করেন। গত চার মাস ধরে তাঁরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে নিজেদের ভিডিও গোপনে প্রচার করতেন ( Live Streamed Sex Acts)এবং দর্শকদের কাছ থেকে অর্থ নিয়ে প্রাইভেট ভিডিও অ্যাক্সেস দিতেন। ভিডিওগুলোর দাম নির্ধারিত ছিল ৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে।
পুলিশ জানিয়েছে, এই ভিডিও থেকে তাঁদের আয় ছিল অটোর আয়ের চেয়েও বেশি। নিজেদের পরিচয় গোপন রাখতে ভিডিওতে তাঁরা মুখে মুখোশ পরতেন। মূলত তরুণ দর্শকরাই ছিলেন এই ভিডিওগুলোর ক্রেতা।
১৭ জুন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আম্বারপেট এলাকার তাঁদের বাড়িতে হানা দেয় এবং হাই ডেফিনিশন ক্যামেরা সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। এরপর তাঁদের গ্রেফতার করা হয় এবং তথ্যপ্রযুক্তি আইনের অধীনে মামলা রুজু করা হয়।
পাশাপাশি, যেসব ব্যক্তি ওই দম্পতির ভিডিও কিনেছেন তাঁদেরও শনাক্ত করে নোটিশ পাঠানো হয়েছে। তদন্ত এখনও চলমান।
এই ঘটনা শুধু আইনভঙ্গের চিত্রই নয়, অর্থকষ্টে ন্যুব্জ এক পরিবারের বাঁচার লড়াইয়ের অন্ধকার দিকও তুলে ধরেছে।
