কেরালার (Kerala) থ্রিসূরের কোদাকারা এলাকায় শুক্রবার ভোরে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রায় ৪০ বছর পুরনো একটি ভবন, যেখানে ওই শ্রমিকেরা থাকতেন, সেটি ভেঙে পড়ে এ দুর্ঘটনা (Kerala) ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও দমকল বিভাগ জানিয়েছে, ভবনটিতে মোট ১৭ জন শ্রমিক থাকতেন। দুর্ঘটনার সময় (Kerala) তাঁরা সকলে কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। সকাল ৬টা নাগাদ হঠাৎ ভবনটি ধসে পড়ে। ওই ১৭ জনের মধ্যে ১৪ জন কোনোরকমে প্রাণে বেঁচে যান (Kerala)। তবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বাকি তিনজন। দ্রুত উদ্ধার অভিযান চালানো হলেও, প্রথম দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয় (Kerala)। তৃতীয় জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে তুলতে বেশি সময় লেগেছে, কারণ তিনি ভারী কংক্রিট স্ল্যাবের নিচে আটকে ছিলেন।
প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে উদ্ধার অভিযান। তিনটি দমকল ইউনিট ও একাধিক JCB ব্যবহার করে মাটি সরিয়ে উদ্ধার কাজ চালানো হয়। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও শোকের ছায়া।
ঘটনার পর রাজ্যের শ্রমমন্ত্রী ভি শিবনকুট্টি নির্দেশ দেন, শ্রম কমিশনারকে দিয়ে একটি বিস্তারিত তদন্ত করানো হবে এবং দ্রুত একটি রিপোর্ট জমা দিতে হবে। তাঁর দফতর জানিয়েছে, মৃত শ্রমিকদের দেহ যথাযথ মর্যাদায় তাঁদের নিজ নিজ রাজ্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।
এদিকে, কেরালা বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর ফেসবুকে এক পোস্টে এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এক উচ্চপদস্থ পুলিশ অফিসার জানান, কী কারণে এত পুরনো বাড়িটি ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত হবে। দমকল বিভাগের এক অফিসার বলেন, ভবনের গঠনগত স্থায়িত্ব ও ফিটনেস অনুমোদন ছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে।