Shopping cart

TnewsTnews
  • Home
  • All
  • বিপজ্জনক র‍্যালি, মৃত্যু পথচারীর! কনভয়ের গাড়ি পিষে দিল – তবে হাইকোর্ট বলল, ‘কুম্ভমেলাতেও হয়!’
All

বিপজ্জনক র‍্যালি, মৃত্যু পথচারীর! কনভয়ের গাড়ি পিষে দিল – তবে হাইকোর্ট বলল, ‘কুম্ভমেলাতেও হয়!’

Jagan reddy rally
Email :9

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডিকে সাময়িক স্বস্তি দিল হাইকোর্ট। গুন্টুরে এক সমর্থকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় অন্তর্বর্তীকালীন রায় দিয়েছে আদালত।

গত ১৮ জুন পালানাডু জেলার (Andhra Pradesh) সতানপল্লেতে একটি রাজনৈতিক র‍্যালির সময় জগন রেড্ডির কনভয়ের একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৫৩ বছরের সি. সিংগাইয়ার। পুলিশের তদন্তে জানা যায়, দুর্ঘটনাকবলিত গাড়িটি জগন রেড্ডির কনভয়েরই অংশ ছিল (Andhra Pradesh)। এরপরই গাড়িটি বাজেয়াপ্ত করে জগন মোহন রেড্ডি এবং তাঁর দলের কিছু সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।

এফআইআরে অনিচ্ছাকৃত খুন এবং অবহেলার কারণে মৃত্যু ঘটানোর ধারায় মামলা রুজু করা হয় (Andhra Pradesh)। তবে এই ঘটনায় শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিল ওয়াইএসআরসিপি। দলনেতা জগন মোহন রেড্ডি অভিযোগ করেন, তাঁকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে টার্গেট করা হচ্ছে এবং রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই মামলায় তাঁর নাম জড়িয়েছে। তিনি একে ‘গোটা বিষয়কে ঘিরে নজর ঘোরানোর কৌশল’ বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে।

dead body m
মৃতদেহ উদ্ধার

তেলুগু দেশম পার্টি দাবি করেছে, সিংগাইয়া কনভয়ের (Andhra Pradesh) একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান। অপরদিকে ওয়াইএসআরসিপি দাবি করেছে, দুর্ঘটনা ঘটার সময় তিনি কনভয়ের কাছে ছিলেন।

এই ঘটনার পর জগন মোহন রেড্ডি হাইকোর্টে আবেদন জানান মামলা খারিজের জন্য। সেখানে তিনি দাবি করেন, ইচ্ছাকৃতভাবে তাঁর নাম অভিযুক্ত হিসেবে যোগ করা হয়েছে। তিনি নিজের নির্দোষ প্রমাণে সিংগাইয়ার পরিবারের একটি বিবৃতি এবং ক্ষতিপূরণ প্রদানের তথ্যও আদালতের সামনে পেশ করেন।

আদালত পর্যবেক্ষণে বলে, “কুম্ভমেলার মতো জায়গায়ও শত সতর্কতা সত্ত্বেও দুর্ঘটনা ঘটে থাকে।” সেই যুক্তি মেনে জগন মোহন রেড্ডিকে সাময়িক স্বস্তি দেয় হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts