Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • বাগনানে সুইস কারখানা! বাংলায় তৈরি হবে বিদেশে রফতানি যোগ্য অটোমেটেড পার্কিং! এত চাকরি একসঙ্গে!
জেলা

বাগনানে সুইস কারখানা! বাংলায় তৈরি হবে বিদেশে রফতানি যোগ্য অটোমেটেড পার্কিং! এত চাকরি একসঙ্গে!

bangan factory side
Email :14

দীর্ঘ খরার পর যেন আশার বার্তা নিয়ে বাংলায় ফিরছে বাণিজ্যিক বিনিয়োগ (Investment in Bengal)। টিসিএস-এর নতুন ক্যাম্পাসের অনুমোদনের পর এবার বাংলার মাটিতে কারখানা গড়তে চলেছে সুইৎজারল্যান্ডের বিখ্যাত সংস্থা সোটেফিন ভারত (Sotefin Bharat)। এই সংস্থা মূলত অটোমেটেড পার্কিং সিস্টেম প্রস্তুত করে। বৃহস্পতিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে সংস্থার শীর্ষ কর্তারা আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের Investment in Bengal) ঘোষণা করেছেন।

জানা গিয়েছে, হাওড়ার বাগনানে এই কারখানা Investment in Bengal) গড়ে তুলতে প্রায় ৪০ কোটি টাকা বিনিয়োগ করবে সংস্থা। কারখানা চালু হলে প্রাথমিকভাবে সরাসরি ও পরোক্ষভাবে ১০০-র বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা যাচ্ছে।

এই কারখানা Investment in Bengal) থেকে বছরে ১০ হাজার অটোমেটেড পার্কিং স্লট তৈরির পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, বছরে প্রায় ২৫টি বড় অটোমেটেড পার্কিং প্রজেক্ট বাস্তবায়নের মতো সক্ষমতা তৈরি হবে এখানে। শুধু ভারতেই নয়, এই কারখানা থেকে আমেরিকা ও দুবাইয়ের মতো আন্তর্জাতিক বাজারেও পণ্য রফতানি করা হবে বলে জানিয়েছে সোটেফিন ভারত।

উল্লেখ্য, রাজ্যে বাণিজ্যিক বিনিয়োগ টানার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছর ধরে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি ঘোষণা করেন, নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS) তাদের নতুন বিশাল ক্যাম্পাস গড়তে চলেছে। ২০ একর জমির ওপর নির্মিত এই ক্যাম্পাসে প্রায় ৫০০০ মানুষের কর্মসংস্থান হবে বলে জানানো হয়েছে।

এই বিনিয়োগ ও প্রকল্পগুলির হাত ধরে রাজ্যে কর্মসংস্থান এবং প্রযুক্তি নির্ভর পরিকাঠামো তৈরি আরও একধাপ এগিয়ে যাবে বলে আশাবাদী প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts