আগামী দু’দিন রাজ্যের বিভিন্ন জেলায় চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি (Weather Update)। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই বৃষ্টি হবে ‘পাসিং সাওয়ার’ ধরনের— অর্থাৎ উড়ন্ত মেঘ একেক জায়গায় গিয়ে হঠাৎই ঝরিয়ে দিয়ে যাবে বৃষ্টি (Weather Update)। তবে বিক্ষিপ্ত হলেও এই বৃষ্টির দাপট থাকবে বেশ ভালোই।
ইতিমধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে (Weather Update) পরিণত হয়েছে। বর্তমানে এটি অবস্থান করছে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের উপরে (Weather Update)। হাওয়া অফিস জানাচ্ছে, এই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে পৌঁছাবে ওড়িশা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় অঞ্চলে।

এই নিম্নচাপের প্রভাবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে (Weather Update)। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
দুর্যোগের সম্ভাবনা মাথায় রেখে সমুদ্রপারে (Weather Update) থাকা মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কবার্তা। আগামী ২৪ ঘণ্টার জন্য ওড়িশা ও বাংলা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। কারণ এই সময়ে সমুদ্র থাকবে অতি উত্তাল। ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এই অবস্থায় শুক্রবার, রথের দিন বৃষ্টির আশঙ্কা আরও জোরালো। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রথযাত্রার দিন বৃষ্টি বিশেষভাবে বেশি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং দুই ২৪ পরগনায়। এছাড়াও রাজ্যের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ফলে রথযাত্রায় বের হওয়ার আগে সঙ্গে ছাতা কিংবা রেইনকোট নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।