মুম্বইয়ের (Mumbai) আরে কলোনির একটি আবর্জনার স্তূপে যে বৃদ্ধা মহিলা পড়ে ছিলেন, সেই ঘটনায় অবশেষে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিলেন তাঁর নাতি। পুলিশ জানায়, ৬০ বছর বয়সি যশোদা গায়কওয়াদ নামের ওই বৃদ্ধাকে ফেলে দেন তাঁর নিজের নাতি সাগর শেওয়ালে। যশোদা দীর্ঘদিন ধরে চর্ম ক্যানসারে ভুগছিলেন এবং মানসিক সমস্যাও ছিল তাঁর।
গত সপ্তাহে মুম্বইয়ের (Mumbai) আরে কলোনির ইউনিট নম্বর ৩২-এ আবর্জনার স্তূপের মধ্যে উদ্ধার করা হয় বৃদ্ধাকে। তাঁর দুর্দশার ছবি সোশ্যাল মিডিয়ায় (Mumbai) ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন। তদন্তে পুলিশ জানতে পারে, যশোদার পরিবার মুম্বইয়ের কাঁদিভলিতে থাকে।
শুরুর দিকে যশোদার পরিবার দাবি করেছিল, তিনি নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন এবং এরকম আগেও বহুবার করেছেন। তবে এই দাবির সঙ্গে মিল ছিল না সিসিটিভি ফুটেজের। ফুটেজে (Mumbai) দেখা যায়, সাগর শেওয়ালে ও তাঁর কাকা বাবাসাহেব গায়কওয়াদ বৃদ্ধাকে একটি হাসপাতালে নিয়ে যেতে চাইছেন, কিন্তু সেখানে ভর্তি না নেওয়ার পর তাঁকে বাইরে নিয়ে যাচ্ছেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে শেষে সাগর স্বীকার করেন, তাঁরা রাত সাড়ে তিনটা নাগাদ বাড়ি ফিরে এসে একটি রিকশা ভাড়া করেন (Mumbai)এবং তারপর যশোদাকে নিয়ে গিয়ে আরে কলোনিতে ফেলে দেন। যশোদার দেওয়া ঠিকানাও পরে পুলিশের কাছে নিরর্থক প্রমাণিত হয়, কারণ সেই জায়গায় কেউ বসবাস করছিল না।
পুলিশ জানায়, যশোদা বলেন, তিনি মালাডে তাঁর নাতির সঙ্গে থাকতেন এবং তিনিই তাঁকে এনে ফেলে দিয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে ভিলে পারলির সিভিক পরিচালিত কুপার হাসপাতালে।
যদিও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে সাগর শেওয়ালে এবং তাঁর কাকার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি বিধির নতুন আইন BNS-এর ধারা ১২৫ (অবহেলা) এবং প্রবীণ নাগরিকদের সুরক্ষা সংক্রান্ত ২০০৭ সালের আইন অনুযায়ী ধারা ২৪-এ অভিযোগ আনা হয়েছে। বৃদ্ধাকে এইভাবে ফেলে দেওয়া হয়েছে বলেই তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ।