কেন্দ্র ও রাজ্যে সরকারি কাজকর্মে ভারতীয় ভাষার ব্যবহার বাড়ানোর জন্য আবারও জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি বলেন, হিন্দি কোনও ভারতীয় ভাষার শত্রু নয়, বরং তা সকল ভারতীয় ভাষার বন্ধু। এই মন্তব্যে দক্ষিণ ভারতের কিছু রাজ্যে চলমান “হিন্দি চাপিয়ে দেওয়া” বিতর্কের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
অমিত শাহ (Amit Shah) বলেন, “আমি অন্তর থেকে বিশ্বাস করি, হিন্দি কোনও ভারতীয় ভাষার শত্রু হতে পারে না। হিন্দি সকল ভারতীয় ভাষার বন্ধু। হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষা একসঙ্গে আমাদের আত্মসম্মান এবং আত্মনির্ভরতার অভিযানে শক্তি যোগাবে।”
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এবং তাঁর দল ডিএমকে দীর্ঘদিন ধরে হিন্দির ব্যবহার নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে মতানৈক্যে রয়েছেন। এই প্রেক্ষিতে অমিত শাহের (Amit Shah) বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, গত কয়েক দশকে ভাষাকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা হয়েছে। যদিও সেই প্রচেষ্টা সফল হয়নি, তবে তার প্রভাব পড়েছে। তিনি জানান, এখন ভারতীয় ভাষাগুলিকে ঐক্যের মাধ্যম হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এই লক্ষ্য পূরণে সরকারি ভাষা দপ্তর কাজ করবে। তিনি আরও বলেন, “মোদীজির নেতৃত্বে যে ভিত্তি গড়ে তোলা হচ্ছে, তার উপর দাঁড়িয়ে ২০৪৭ সালের মধ্যে একটি মহান ভারতের নির্মাণ সম্ভব। এই অভিযানে আমাদের ভারতীয় ভাষাগুলির বিকাশ ও মর্যাদা বৃদ্ধি অপরিহার্য।”
তিনি জানান, কেবল কেন্দ্রীয় সরকার নয়, রাজ্য সরকারগুলিকেও তাদের কাজকর্মে ভারতীয় ভাষার ব্যবহার বাড়াতে হবে। এর জন্য রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ করে তাদের বোঝানো হবে এবং সহযোগিতার অনুরোধ জানানো হবে।
তবে, অমিত শাহ স্পষ্ট করেন যে, কোনও ভাষার বিরোধিতা করা হচ্ছে না—না দেশীয়, না বিদেশি। তবে দেশের ভাষাগুলির মহিমা ও মর্যাদা বাড়ানো উচিত বলেই তিনি মনে করেন। “আমাদের ভাষায় কথা বলার ওপর জোর থাকা উচিত, আমাদের ভাষায় চিন্তা করার ওপর জোর থাকা উচিত,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “আমরা যেন ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারি। যতক্ষণ না কেউ নিজের ভাষার প্রতি গর্ববোধ করে এবং নিজের ভাষায় নিজেকে প্রকাশ করে, ততক্ষণ প্রকৃত মুক্তি সম্ভব নয়।”
তিনি বলেন, ভাষা কেবলমাত্র যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মা। তাই সব ভারতীয় ভাষাকে সংরক্ষণ ও সমৃদ্ধ করার জন্য উদ্যোগ নিতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে ছাত্রছাত্রীরা JEE, NEET, CUET-এর মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি ১৩টি ভাষায় দিতে পারছে। আগে CAPF-এর কনস্টেবল নিয়োগ পরীক্ষার জন্য কেবল ইংরেজি ও হিন্দি ছিল বিকল্প। এখন তা ১৩টি ভাষায় দেওয়ার সুযোগ মিলছে। “আজ আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্রায় ৯৫ শতাংশ প্রার্থী তাদের মাতৃভাষায় কনস্টেবল পরীক্ষায় বসছে। এটি প্রমাণ করে, ভারতীয় ভাষার ভবিষ্যৎ কত উজ্জ্বল,” বলেন অমিত শাহ।