আমেরিকায় ভিসা (US Student Visa) পাওয়ার প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র। এবার থেকে সমস্ত ভিসা আবেদনকারীদের গত পাঁচ বছরে ব্যবহৃত সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ইউজারনেম বা হ্যান্ডেল বাধ্যতামূলকভাবে জানাতে হবে। এই নিয়ম না মানলে ভিসা আবেদন বাতিল হতে পারে, এমনকি ভবিষ্যতে কোনও ভিসা পাওয়ার যোগ্যতা নাও থাকতে পারে বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস (US Student Visa)।
এই নিয়ম কার্যকর হয়েছে অবিলম্বে। ভারতস্থ মার্কিন দূতাবাসের তরফে তাদের সরকারি এক্স হ্যান্ডল (@USAndIndia)-এ এক বিবৃতিতে জানানো হয়েছে, “ভিসা আবেদনকারীদের DS-160 ফর্মে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের (US Student Visa) ইউজারনেম বা হ্যান্ডেল দিতে হবে। আবেদন করার আগে প্রত্যেক আবেদনকারীকে জানাতে হবে যে, তারা দেওয়া সব তথ্য সঠিক এবং সত্য।”
দূতাবাস আরও জানিয়েছে, কোনও তথ্য লুকিয়ে দিলে অথবা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত তথ্য না (US Student Visa) দিলে শুধু ভিসা বাতিলই নয়, ভবিষ্যতের ভিসার ক্ষেত্রেও অযোগ্য বলে বিবেচিত হতে পারেন আবেদনকারী।
এই নিয়মের পাশাপাশি আরও একটি নতুন নির্দেশিকা জারি করেছে যুক্তরাষ্ট্র। এখন থেকে F, M বা J ধরনের নন-ইমিগ্র্যান্ট (অস্থায়ী) ভিসার আবেদনকারীদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্রোফাইলের গোপনীয়তা সেটিংস ‘পাবলিক’ করতে হবে। এই নির্দেশের উদ্দেশ্য, আবেদনকারীর পরিচয় এবং আমেরিকায় প্রবেশযোগ্যতা যাচাই করার জন্য প্রয়োজনীয় তথ্য যাচাই করা সহজ করা।
এই প্রসঙ্গে মার্কিন দূতাবাস জানায়, ২০১৯ সাল থেকেই ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে তারা। দূতাবাস জানায়, “আমরা ভিসা যাচাই এবং পর্যবেক্ষণের জন্য আবেদনকারীর সমস্ত উপলব্ধ তথ্য ব্যবহার করি, যাতে চিহ্নিত করা যায় এমন ব্যক্তিদের যারা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।”
এদিকে সম্প্রতি ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী সব মার্কিন কনস্যুলেট অফিসে নতুন ছাত্র ভিসার সাক্ষাৎকার এবং এক্সচেঞ্জ ভিসা আবেদন সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেয়। এর পাশাপাশি ২০২৫-এর নতুন ভ্রমণ নীতিতে যুক্তরাষ্ট্র ১২টি দেশের ওপর নতুন ট্রাভেল ব্যান জারি করেছে, যাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশ।
তবে মার্কিন প্রশাসন স্পষ্ট করেছে, ভারত এই নিষেধাজ্ঞার তালিকায় নেই। ভারতীয় নাগরিকদের জন্য সমস্ত ভিসা ক্যাটাগরি— যেমন B1/B2 ট্যুরিস্ট ভিসা, H1B কর্মসংস্থান ভিসা এবং F1 স্টুডেন্ট ভিসা—সাধারণ নিয়মেই চালু রয়েছে। যদিও, এখনও পর্যন্ত ভারতীয় আবেদনকারীদের জন্য দীর্ঘ ওয়েটিং টাইম একটি বড় সমস্যা হয়ে রয়েছে।