ফের অগ্নিকাণ্ড শহর কলকাতায়। বুধবার গভীর রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে আগুন (Fire Breaks out) লাগার ঘটনা চাঞ্চল্য ছড়াল। যদিও বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি, তবুও অল্পের জন্য রক্ষা পেল একটি গৃহস্থ বাড়ি।
সূত্রের খবর, রাত দেড়টা নাগাদ ভবানীপুরের বেণীনন্দন স্ট্রিট এলাকায় পুলিশ হাসপাতালের কাছাকাছি একটি গাছে হঠাৎ আগুন (Fire Breaks out) দেখা যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের (Fire Breaks out) একটি বাড়ির দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ ও পরে দমকলের একটি ইঞ্জিন। তবে দমকল আসার আগেই স্থানীয় মানুষ ও আশপাশের হোটেলের কর্মীরা সাহসিকতার সঙ্গে আগুন নেভানোর (Fire Breaks out) কাজে ঝাঁপিয়ে পড়েন।
দমকলের তরফে জানানো হয়েছে, সম্ভবত ইন্টারনেটের তার এবং কেবল লাইনের তার জড়িয়ে যাওয়ার ফলেই আগুনের ফুলকি তৈরি হয়, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন বড় আকার না নিলেও, দমকলের পৌঁছাতে দেরি হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ভবানীপুরের আরেকটি ওয়ার্ড—৭৪ নম্বর ওয়ার্ডেও আগুন লাগার ঘটনা ঘটেছিল। বুধবার রাতে ভবানীপুরের নতুন এই অগ্নিকাণ্ডের খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে বলে জানা গিয়েছে। তিনি বর্তমানে দিঘায় রয়েছেন রথযাত্রার প্রস্তুতি উপলক্ষে।