দক্ষিণ ২৪ পরগনার কুলপির বিষ্ণুরামপুরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা (Death)। বুধবার রাতে বাড়ির দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির। মৃতরা হলেন ৭৫ বছরের শিবপ্রসাদ মণ্ডল এবং তাঁর স্ত্রী ৬৫ বছরের রেণুকা মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে খাওয়াদাওয়া সেরে নিজেদের মাটির ঘরে ঘুমোচ্ছিলেন (Death) ওই দম্পতি। রাতের বৃষ্টিতে জমির মাটি আলগা হয়ে দেওয়াল ভেঙে পড়ে তাঁদের উপর। গভীর রাতে ঘটে এই দুর্ঘটনা । কিন্তু আশপাশের কেউ কিছু টের পাননি।
বৃহস্পতিবার সকালবেলা প্রতিবেশীরা ঘরটির একটি দিক সম্পূর্ণ ভেঙে পড়া দেখতে পান (Death)। সন্দেহ হওয়ায় তাঁরা ভিতরে ঢুকে ধ্বংসস্তূপ সরাতে গিয়ে দেখতে পান, মাটির নিচে চাপা পড়ে রয়েছেন ওই দম্পতি। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত (Death) বলে ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
প্রতিবেশীরা জানান, শিবপ্রসাদের বাড়িটি বহু পুরনো এবং মাটির তৈরি। বর্ষার জলে মাটি আলগা হয়ে দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। রাতে যেহেতু বাইরে কিছু বোঝা যায়নি, তাই কেউ ঘটনাটি টের পাননি। সকাল হতেই দুর্ঘটনার ভয়াবহ চিত্র সামনে আসে।
এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পুরনো ও দুর্বল মাটির বাড়িগুলিকে নিয়ে নতুন করে ভাবনার কথা বলছেন প্রশাসনিক আধিকারিকেরা।