দীর্ঘ ১৫ দিনের ‘অনসর’ পর্ব শেষে ফের ভক্তদের সামনে এলেন প্রভু জগন্নাথ (Digha Jagannath Temple)। বৃহস্পতিবার ভোর সাড়ে ছ’টায় খুলে দেওয়া হল জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের দরজা (Digha Jagannath Temple)।। নবসাজে ধরা দিলেন প্রভু। মন্দিরের এক নম্বর গেট খুলতেই ভোর ৫টা থেকেই ভক্তদের ভিড়ে উপচে পড়ল দিঘার জগন্নাথ মন্দির চত্বর (Digha Jagannath Temple)।।
প্রথা অনুযায়ী, স্নানযাত্রার পর অসুস্থ হয়ে পড়েন প্রভু জগন্নাথ (Digha Jagannath Temple)। এবং চলে যান ‘অনসর’-এ। এই ১৫ দিন ভক্তদের জন্য বন্ধ ছিল তাঁর দর্শন। মন্দির ছিল জনসাধারণের প্রবেশের বাইরে। আজ, ‘নেত্র উৎসব’-এর মধ্য দিয়ে সেই অনসর পর্বের অবসান ঘটল। ভোরে মঙ্গলারতি দিয়ে শুরু হয় দিনের অনুষ্ঠান।
প্রভুকে (Digha Jagannath Temple)। সকালে ঘুম থেকে তুলে প্রথমে দাঁত মাজানো হয়। তারপর পরানো হয় নতুন পোশাক। ফুলের মালায় তাঁকে সাজিয়ে তোলা হয়। সকাল সাতটায় বিশেষ পূজার্চনা হয় এবং প্রভুকে দেওয়া হয় প্রাতঃরাশ। তারপর দিনভর চলে নামসংকীর্তন আর নানা পূজার আয়োজন।
অনসর কাটিয়ে ফের সুস্থ হয়ে ওঠায় আজই প্রভুর (Digha Jagannath Temple)। জন্য আয়োজন হয়েছে জমকালো ৫৬ ভোগের। থাকবে নানা রকম ভাজা, খিচুড়ি, ডাল, সুক্তো, মোচা ও পটলের তরকারি, বৈতালের ঘন্ট, মিষ্টি ও পায়েস-সহ নানা পদের সম্ভার। এই ভোগ প্রস্তুত করছেন বিদেশ থেকে আগত ৫০ জন ভক্ত, যাঁরা নিজের হাতে প্রভুর পছন্দমতো পদ রান্না করছেন। তাঁদের সঙ্গে থাকছেন ইসকনের সাধুসন্তরাও।
বিকেলে অনুষ্ঠিত হবে রশিপুজো, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে। শুক্রবার জগন্নাথের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী নিজেই। সেই উপলক্ষে বুধবারই তিনি পৌঁছে গিয়েছেন দিঘায়।
এই দিনটি ঘিরে দিঘা শহরে উৎসবের আবহ। প্রভুর ফের দেখা মিলতেই ভক্তদের চোখে-মুখে আনন্দের ছাপ স্পষ্ট।