চার বছরেরও বেশি সময় পলাতক থাকার পর অবশেষে ধরা পড়ল কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলার অন্যতম অভিযুক্ত অরুণ দে। সিবিআই (CBI) তাকে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনা থেকে। ধৃত অরুণ দে’র বাড়ি কলকাতার নারকেলডাঙার গিরিশ বিদ্যারত্ন লেনে।
অভিজিৎ সরকার খুনের ঘটনায় অরুণ দে-কে ধরতে ইতিমধ্যেই ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিল সিবিআই (CBI) । সেই ঘোষণা অনুযায়ী, কেউ তথ্য দিলে মাথাপিছু ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছিল (CBI) ।
২০২১ সালের ২ মে, রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই খুন হন বছর তিরিশের বিজেপি কর্মী অভিজিৎ সরকার। অভিযোগ ওঠে, এই খুন রাজনৈতিক প্রতিহিংসা থেকে ঘটেছে এবং এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মীরা যুক্ত। এই ভোট-পরবর্তী হিংসা ও অভিজিৎ খুনের তদন্তের দায়িত্ব কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের কাছ থেকে কেড়ে দিয়ে দেয় সিবিআইকে (CBI) ।
২০২১ সালের ১৭ নভেম্বর শিয়ালদহ এসিজেএম আদালত এই মামলায় পাঁচজনকে পলাতক ও অভিযুক্ত হিসেবে ঘোষণা করে। এরপর সিবিআই (CBI) তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং জনসাধারণের কাছে সহযোগিতা চেয়ে পুরস্কারের ঘোষণা করে।
অবশেষে এই পাঁচ অভিযুক্তের মধ্যে একজন — অরুণ দে — ধরা পড়লেও এখনও অধরা বাকি চারজন। তাদের নাম সুখদেও পোদ্দার ওরফে সুখা, গোপাল দাস ওরফে বিশাল পাল, বিশ্বজিৎ দাস ওরফে বোম্পা এবং অমিত। এই চারজনেরও বাড়ি নারকেলডাঙা থানা এলাকায় বলেই সিবিআই সূত্রে জানা গিয়েছে। তাদের খোঁজে এখনও তল্লাশি চলছে। এদের ধরাতে তথ্য দিলে সিবিআই ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার কথা বলেছে।
সিবিআইয়ের হাতে অরুণ দে’র গ্রেফতারিতে মামলার তদন্তে নতুন গতির আশা দেখা দিয়েছে। তবে বাকি চার পলাতক অভিযুক্তদের খোঁজ পাওয়া এবং গ্রেফতার হওয়াই এখন সিবিআইয়ের মূল লক্ষ্য।