আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump ) জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন। তবে ট্রাম্প (Donald Trump ) সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে পুতিনকে স্পষ্ট ভাষায় বলেন, “আমার ইরানের ব্যাপারে তোমার সাহায্য দরকার নেই, আমার তোমার ব্যাপারেই সাহায্য দরকার।”
ট্রাম্প (Donald Trump ) বলেন, “পুতিন আমাকে বললেন, ‘ইরানের ব্যাপারে আমি কি তোমাকে সাহায্য করতে পারি?’ আমি বললাম, না, আমার ইরান নিয়ে কোনও সমস্যা নেই, আমার সমস্যা হচ্ছে তোমার সঙ্গে।”
ট্রাম্প (Donald Trump ) আরও বলেন, বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা একটি বড় কূটনৈতিক সাফল্য এবং তিনি চান না যে রাশিয়া এই প্রক্রিয়ায় কোনওভাবে যুক্ত হোক। বরং তিনি রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ করতে বলেই চাপ দিচ্ছেন।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে গুঞ্জন চললেও, ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক বক্তব্য সেই সম্ভাবনা কার্যত বন্ধ করে দিয়েছে। সেন্ট পিটার্সবার্গে একটি বিনিয়োগ সম্মেলনে পুতিন বলেন, “আমি আগেও বলেছি, রুশ এবং ইউক্রেনীয় জনগণ এক জাতি। সেই হিসাবে ইউক্রেন সম্পূর্ণভাবেই আমাদের। পুরনো একটি কথা আছে—রুশ সৈন্য যেখানে পা রাখে, সেটাই রাশিয়ার অংশ।”
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি গ্রাম দখল করেছে। এছাড়া পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন যদি তথাকথিত ‘ডার্টি বোমা’ ব্যবহার করে, তবে তার প্রতিক্রিয়া হবে “ভয়ঙ্কর” এবং “এটাই তাদের শেষ ভুল হতে পারে”।
পুতিন বলেন, “রাশিয়ার জবাব হবে অত্যন্ত কঠিন, কেউ যেন ভুলেও আমাদের শক্তি পরীক্ষা না করে।”