Shopping cart

TnewsTnews
  • Home
  • অফবিট
  • চমকে দিল আইআইটি বম্বে! ছাত্র সেজে ক্লাস করছে বাইরের লোক, শেষে কী হল জানলে অবাক হবেন!
দেশ

চমকে দিল আইআইটি বম্বে! ছাত্র সেজে ক্লাস করছে বাইরের লোক, শেষে কী হল জানলে অবাক হবেন!

iit bombay
Email :16

মুম্বইয়ের আইআইটি বোম্বে (IIT-Bombay) ক্যাম্পাসে অবৈধভাবে প্রবেশ ও দীর্ঘদিন ধরে বসবাসের অভিযোগে কর্ণাটকের মঙ্গলুরুর বাসিন্দা বিলাল তেলিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিলালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিলাল প্রথমে আইআইটি-বোম্বের (IIT-Bombay) একটি একদিনের স্টাডি প্রোগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ করে। কিন্তু এরপর সে ক্যাম্পাস ছেড়ে না গিয়ে গোপনে বিভিন্ন লেকচারে (IIT-Bombay) অংশ নিতে থাকে এবং দীর্ঘদিন ধরে ক্যাম্পাসেই বাস করছিল। তার কাছে কোনো বৈধ ভর্তি কাগজপত্র বা পরিচয়পত্র ছিল না।

বিষয়টি সামনে আসে যখন এক অধ্যাপক (IIT-Bombay) তার আইডি কার্ড দেখতে চান এবং সে তা দেখাতে ব্যর্থ হয়। তখনই আইআইটি কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। সূত্র জানিয়েছে, ২ থেকে ৭ জুন পর্যন্ত প্রথম তাকে ক্যাম্পাসে দেখা যায়। এরপর কিছুদিন সে উধাও ছিল। ১৭ জুন আবার আইআইটি প্রাঙ্গণে দেখা গেলে সন্দেহের সৃষ্টি হয় এবং তদন্ত শুরু হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় বিলালের কাছ থেকে কোনো সন্দেহজনক জিনিসপত্র উদ্ধার হয়নি। তবে কী উদ্দেশ্যে সে এই কাণ্ড ঘটিয়েছে, কীভাবে এতদিন ধরা না পড়ে ক্যাম্পাসে লুকিয়ে থাকতে পেরেছে, এবং এর পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়েও প্রশ্ন উঠছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts