Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • মাত্র ২০ বছর বয়সেই ত্রাস! পুলিশের গুলিতে খতম কুখ্যাত গ্যাংস্টার রোমিল ভোরা!
দেশ

মাত্র ২০ বছর বয়সেই ত্রাস! পুলিশের গুলিতে খতম কুখ্যাত গ্যাংস্টার রোমিল ভোরা!

gangstar
Email :116

মঙ্গলবার সকালে দিল্লি-হরিয়ানা সীমান্তে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল কুখ্যাত গ্যাংস্টার (Gangster) রোমিল ভোরা। দিল্লি পুলিশের স্পেশাল সেলের একটি অভিযানে প্রেম বাড়ি ব্রিজের কাছে এই এনকাউন্টার হয়। মাত্র ২০ বছর বয়সেই ভয়ঙ্কর অপরাধী হয়ে (Gangster) ওঠা রোমিল ছিল কালা রানা গ্যাং-এর সক্রিয় সদস্য এবং দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবের বহু মামলায় পলাতক অভিযুক্ত। তাঁর মাথার দাম ধার্য করা হয়েছিল ৩ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে একটি খালে ঘিরে ফেলা হলে রোমিল ভোরা পুলিশের ওপর গুলি চালায় (Gangster) । পাল্টা গুলিতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুলির লড়াইয়ে আহত হয়েছেন দিল্লি পুলিশের দুই অফিসার—এসআই প্রবীণ এবং রোহন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন (Gangster) ।

রোমিল ভোরার বাড়ি দিল্লির অশোক বিহারে (Gangster) । অল্প বয়সেই স্কুল ছেড়ে দিয়ে অপরাধের জগতে পা রাখে সে। জানা গেছে, তার বাবাও একজন অপরাধী এবং বর্তমানে জেলে রয়েছে। পারিবারিক প্রভাব ও দ্রুত অর্থ এবং ক্ষমতার মোহে সে জড়িয়ে পড়ে কুখ্যাত গ্যাং কার্যকলাপে। কালা রানা গ্যাংয়ের হয়ে সে শুধু গুলি চালাত না, নতুন সদস্য সংগ্রহ ও ছেলেদের অপরাধে জড়িয়ে ফেলার দায়িত্বও ছিল তার উপর।

মাত্র ৮ মাসের মধ্যে রোমিল চারটি খুন করেছে বলে অভিযোগ। এর মধ্যে রয়েছে খেদি লাখা সিং-এ এক চাঞ্চল্যকর ত্রিমূর্তি হত্যাকাণ্ড এবং কুরুক্ষেত্রের মদ ব্যবসায়ী শান্তনুর হত্যাও। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি এবং অবৈধ অস্ত্র পাচারের মতো একাধিক গুরুতর অপরাধে ৯টি মামলা রয়েছে।

যমুনানগর, কুরুক্ষেত্র, মোহালি সহ আশপাশের এলাকায় ভোরার নাম ছিল আতঙ্কের প্রতীক। পুলিশের মতে, তার মৃত্যু একদিকে যেমন বড় সাফল্য, তেমনই অপরাধের জগতে এক ভয়ঙ্কর অধ্যায়ের সমাপ্তি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts